× Banner
সর্বশেষ

যতই বিদেশী হত্যা হোক, নির্বাচন ২০১৯ সালে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সম্প্রতি দু’জন বিদেশী হত্যার ঘটনায় দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ভয়ের কোনো কারণ নেই। দেশী-বিদেশী যতই হত্যা করা হোক। ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন তখন বিদেশী হত্যা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন ভীতির দুর্যোগ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন,‘ প্রাকৃতিক দুর্যোগের পর এখন মানবসৃষ্ট দুর্যোগ শুরু হয়েছে। মানবসৃষ্ট এই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের চেয়ে কোনো অংশে কম নয়। দেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হচ্ছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।


এ ক্যটাগরির আরো খবর..