13yercelebration
ঢাকা
শিরোনাম

সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি -পররাষ্ট্রমন্ত্রী

মন্দিরে আগুন ও দুই সহোদর নিহতের ঘটনায় অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না -ধর্ম বিষয়ক মন্ত্রী

শান্তিচুক্তির পর থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে অসামান্য পরিবর্তন ঘটেছে -জাতিসংঘে পার্বত্য সচিব

সাংবাদিকতার জন্য চমৎকার পরিবেশ তৈরি এবং তথ্য প্রবাহ অবারিত করতে চাই -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িং এর সাথে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ

নারীদের জীবনমান উন্নয়নে রংপুর বিভাগের জেলা তথ্য অফিসসমূহ কর্তৃক শতাধিক নারী সমাবেশের আয়োজন

আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কিশোরীর উপর অমানসিক নির্যাতন

admin
August 30, 2016 3:30 pm
Link Copied!

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ জেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার রাতে বাবা হারা এতিম কিশোরী অমানসিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে অচেতন অবস্থায় চিৎকিসা নিচ্ছে।

স্থানীয় সুত্রে জানা যায় কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া এলাকায় মৃত শাজাহান শিকদার মেয়ে পপি আক্তার(১৩)  সোমবার সন্ধ্যার কিছুক্ষন আগে নিজ বাড়ীর কলপাড়ে হাতমুখ ধোয়ার উদ্দেশ্যে গেলে শাজাহান মাতুব্বর তাকে ডাক দিয়ে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে পপি পালাতে গেলে পুকুরে পড়ে যায়। নির্যাতনকারী পুকুরে গিয়ে পপিকে পানিতে চুবাতে থাকে। এবং পুকুর থেকে পাড়ে তুলে আবারো মারধর করে। পরে পপির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে শাজাহান মাতুব্বর পালিয়ে যায়। এরপর  অচেতন অবস্থায় পপিকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আরও জানা যায় জমিসংক্রান্ত বিষয় নিয়েই কিশোরীকে হত্যা চেস্টা করা হয়েছিল।

পপি আক্তারের মা বিলকিস বেগম জানান,তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আগে থেকেই হামলাকারীদের সাথে পূর্বশত্রুতা রয়েছে। পপির বাবা জীবিত না থাকায় আমাদের অসহয়াত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানাভাবে তারা পপিকে ও আমার উপর নির্যাতন করতো। আমি এর সঠিক বিচার চাই।

http://www.anandalokfoundation.com/