× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সিলেট নগরীর উপকন্ঠ টুলটিকর ইউনিয়নের টুলটিকর ৩২/বি বাসার বাসিন্দা জুনেল আহমদ (৪০) নামের এ ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একজন। তবে তার পরিচয় পাওয়া যায়নি ।

সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার আফিটন শহরে জুনেল আহমদ খুন হন। নিহত হওয়ার খবর শনিবার তার পরিবারের কাছে পৌঁছালে আহাজারিতে ভেঙ্গে পড়েন। জুনেল সিলেট নগরীর উপকন্ঠ টুলটিকর ইউনিয়নের টুলটিকর ৩২/বি বাসার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের গুলিতে জুনেলের এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। সোমবার নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

পরিবার সূত্র আরো জানায়, প্রায় ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন জুনেল। সেখানে ওয়ারিটন শহরে বসবাস করতেন তিনি। ঘটনার দিন আফিটন শহরে এক বন্ধুর বাসায় বেড়াতে যান। গত শুক্রবার রাতে বন্ধুর দোকানে বসা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে জুনেল ও তার বন্ধু গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুনেল মারা যান।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নিহত জুনেলের আত্মীয় এস এম ইসলাম শেরুলের বরাত দিয়ে পরিবার সূত্র জানায়- সোমবার ময়না তদন্ত শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..