× Banner

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে শামা ওবায়েদ

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত আমিরন বেগমের পরিবারকে সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বুধবার সন্ধ্যায় মৃত হালিম সরদারের বাড়ির আঙিনায় আয়োজিত শোকসভায় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং মরহুমার বড় ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

শামা ওবায়েদ বলেন, “আমরা এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার শান্তি কামনা করি ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ্ তাদেরকে ধৈর্য ধারণের শক্তি দিন।”

শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার, বিএনপি নেতা মুরাদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম নিহত হন। তিনি রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..