× Banner
সর্বশেষ
ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪ জন যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন

বেনাপোল প্রতিনিধি

অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার

কর্তৃপক্ষের উদাসিনতা খামখেয়ালী পনার অভিযোগ উঠেছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে।শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নোংরা ময়লা আবর্জনা টয়টেলে পানি না থাকা বেচিংয়ের উপর বদনা মগ থাকা সহ পুরুষ টয়লেট মহিলাদের ব্যবহার করা নার্সদের খামখেয়ালী কার্যকলাপ এর মধ্যে দিয়ে চলছে । এখানে অসুস্থ রোগি  চিকিৎসা নিতে এসে আরো খারাপ অবস্থায় বাড়ি ফিরতে হয় বলে অভিযোগ উঠেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একমাত্র এই উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার চিকিৎসার জন্য ভরসা। কিন্তু দুর্ভাগ্য বশত এখানকার ডাক্তার নার্স আয়া, কিনার ওয়ার্ড বয় এর আচরন ও শোভনীয় নয়। সেই সাথে জেলার দায়িত্বে থাকা সিভিল সার্জন ও একজন দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্ব জ্ঞান হীন কথাবার্তায় হাসপাতালের স্টাফরা ও দায়িত্বহীন হয়ে পড়েছে।
শুক্রবার ও শনিবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন গিয়ে দেখা যায় মহিলা ওযার্ড এর বাথরুমে কোন পানি নেই। এই টয়লেটের মধ্যে নোংরা ময়লা আর বেচিংয়ের মধ্যে রয়েছে বদনা ও মগ। মহিলা রোগিরা বাথরুম করতে যাচ্ছে পুরুষ ওয়ার্ডে। আর রোগিদের স্যালাইন বাড়ানো কমানো সহ কোন সমস্যার কথা নার্সদের বললে নার্সরা আয়াদের রোগিদের কাছে পাঠিয়ে দেয়। রোগিরা বলে এই টয়লেট তারা ব্যবহার করতে পারে না। এখানে ময়লার স্তুপ ও পানি নাই।
এবার পুরুষ ওযার্ড এর বাথরুমে গিয়ে দেখা যায় সেখানে ও নোংরা ময়লা অবস্থা। বেচিংয়ের উপর রয়েছে মগ ও বদনা। রোগিদের হাত মুখ ধৌত করার কোন অবস্থা নেই। কিনাররা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ ঠিক মত করে না।
বিষয়টি নার্সদের অবগত করানো হলে তারা বলে আমরা কিনারদের আয়াদের পরিস্কার পরিচ্ছন্নতার কথা বলেছি। তারা কাজ না করলে আমরা কি করতে পারি। আর রোগিরা ওইসব বাথরুম অপরিস্কার রাখে। তাদের জিনিস পত্র বাথরুমে পড়ে আটকে আছে । বেচিংয়ে ওই সব রোগিরা মগ বদনা ফেলে রেখেছে। আমাকে ব্যবহার করুন যে ডাস্টবিন তা এক কোনে পড়ে রয়েছে তার কোন ব্যবহার ও নেই।
রোগিরা যে পানি পান করবে হাসপাতাল যেখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছে তাও নোংরা। পানির বেচিং এর মধ্যে পড়ে রয়েছে ময়লা বস্তা। হাসপাতালের সকল জায়গা ঘুরে দেখে মনে হয়েছে এটা কয়েকমাস পরিস্কার পরিচ্ছন্ন করা হয় না।
হাসপাতালের একাধিক রোগি এবং তাদের স্বজনদের চিৎকার করতে শোনা যায় দুর্গন্ধের জন্য তারা সহ রোগিরা আরো অসুস্থ হয়ে পড়বে। তাদের কয়েক দফা নার্সদের রুমে গিয়ে পরিস্কার করার তাগিদ দিয়ে আসেন। এমন সময় হালকা পাতাল একজন কিনার এসে বলে আপনাদের সমস্যা কি? এসব রোগিরা নোংরা করে আমরা কত পরিস্কার করব? আশ্চার্য বিষয় তাহলে কিনার রাখার দরকার কি? আর জনগনের টাকায় তাদের বেতনও বা দেওয়ার কি কোন প্রয়োজন আছে ? এমন মন্তব্য করেন রোগিদের সাথে থাকা স্বজনরা।
শনিবার সকাল সাড়ে নয়টার সময় হাসপাতালের নার্স  ফারহানা বলেন, আমরা পরিস্কার করে রাখতে পারি না। হাসপাতালের ওয়ালে ওয়ালে এ বিষয় লেখা থাকলেও রোগিরা সচেতন না। তারা ময়লা করে। আমরা চাকরি করতে এসেছি আমরাতো নিজেদের বেতন খরচ করে এগুলো পরিস্কার করতে পারি না। আর হাসপাতালে  প্রয়োজনীয় আয়া ও কিনার কম।
বিষয়টি যশোর যশোর সিভিল সার্জন ডাক্তার মো: মাসুদ রানাকে অবগত করানো হলে তিনি বলেন বিষয়টি দেখছি। এরপর উনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে ম্যাসেজ করে জানিয়ে দেয় রোগিরা সচেতন ভাবে ব্যবহার না করলে এসব সমস্যা হবে। এরপর উনাকে ফোন দিয়ে জানতে চাওয়া হয় তাহলে রোগিরা কি ঝাড়ু এবং পরিস্কার পরিচ্ছন্ন সরঞ্জাম এনে হাসপাতাল পরিস্কার করবে উনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।


এ ক্যটাগরির আরো খবর..