× Banner
সর্বশেষ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হতে মাটিরাঙায় সম্প্রীতি সভায় পার্বত্য উপদেষ্টার আহ্বান আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল সহকারী শিক্ষক ইয়াসমিন নাহার ঐতিহ্যবাহী তেলজুড়ী নৌকাবাইচ মেলায় লাখো মানুষের ঢল চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮ গোগা ইউনিয়নে উঠান বৈঠক: বক্তব্য রাখলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি শ্যামনগরে তারেক রহমানের পক্ষে ৭০টি পুজা মন্ডপে উপহার প্রদান অর্থনৈতিক সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান পার্বত্য উপদেষ্টার শত বছর সময় লাগলেও আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব -সালথা জামাত আমীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কবি নাজমুল হক নজীরের জন্মবার্ষিকীতে স্মরণ সভা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে ‘শ্লোগানের কবি’ খ্যাত নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

স্মরণ সভায় কবির দুই পুত্র, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক সাইফুল্লাহ নজীর মামুন ও ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল্লাহ নজীর মাসুদ উপস্থিত ছিলেন। তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “কবির সৃষ্টিশীল ধ্যান-জ্ঞান ও কবিতার পঙক্তিমালা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী এবং সঞ্চালনা করেন ঢাকা টাইমসের স্থানীয় প্রতিনিধি কবি আমীর চারু বাবলু।

এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, প্রেসক্লাব সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার মোল্যা, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দারসহ অনেকে।

বক্তারা বলেন, নাজমুল হক নজীর ছিলেন প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা ও স্বপ্নবাদী চেতনার কবি। তার কবিতা আজও পাঠককে অনুপ্রাণিত করছে।

প্রেসক্লাব সভাপতি এডভোকেট কোরবান আলী বলেন, “কবি নজীর ভাইয়ের ‘পাক্ষিক নজীর বাংলা’ আর আমার ‘সাপ্তাহিক বোয়ালমারী বার্তা’র ডিক্লেয়ারেশন একই দিনে হয়েছিল। তিনি ছিলেন সমাজ ও সাহিত্য আন্দোলনের একজন অগ্রণী মানুষ।”

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। পরে কবির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..