বৃহস্পতিবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় থেকে উপজেলার ভিলেজ পাইকগাছায় পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুশকৃত চিংড়ী সরবরাহ করার সময় মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ চিংড়ী ব্যবসায়ী কে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এরা হলেন আমুরকাটা গ্রামের মৃণাল কান্তি সরকার, রিপন ঢালী ও দক্ষিণ কাইনমূখী গ্রামের গোবিন্দ লাল।
অভিযানে ২০ কেজি পুশকৃত চিংড়ী জব্দ করে বিনষ্ট করা হয়। নৌ পুলিশের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।