× Banner
সর্বশেষ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ   বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি বিদেশি মদ ও কসমেটিক্স সমগ্রী আটক বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নড়াইলের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ চিংড়ী ব্যবসায়ী কে জরিমানা এবং পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে।  বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি নিশ্চিত করা অপরিহার্য। জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন পর্যটন খাতে উন্নয়োন ও সেবা সহজীকরণ নিশ্চিতে মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রুপালি পাটকাঠিতে কৃষকদের শতকোটি টাকা আয়ের সম্ভাবনা

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
শতকোটি টাকা আয়ের সম্ভাবনা

ফরিদপুরের সালথা উপজেলার কৃষকরা এবার আশার আলো দেখছেন পাটকাঠিতে। গেল কয়েক বছর ধরে সোনালি আঁশের যথাযথ দাম না পাওয়ায় হতাশ ছিলেন তারা। তবে এবার আঁশের দাম কম হলেও পাটকাঠির মূল্য বেড়ে যাওয়ায় কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

বাংলাদেশে সোনালি আঁশের জন্য খ্যাত ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি পাট আবাদ হয় সালথার ৮টি ইউনিয়নে। স্থানীয় কৃষকরা জানান, আগে পাটকাঠির ব্যবহার ছিল সীমিত- রান্নার জ্বালানি, ঘরের বেড়া বা পানের বরজ তৈরিতে। কিন্তু বর্তমানে এর বহুমুখী ব্যবহার তৈরি করেছে নতুন সম্ভাবনা।

পাটকাঠি এখন শুধু গ্রামীণ জ্বালানি নয়। কার্বন পেপার, প্রিন্টার ও ফটোকপির কালি, আতশবাজি, ফেসওয়াশ, মোবাইল ব্যাটারি, প্রসাধনী, এয়ারকুলার, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ওষুধ, দাঁতের ওষুধ থেকে শুরু করে কৃষি সার তৈরির কাঁচামাল হিসেবেও এর ব্যবহার বাড়ছে। বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

সালথার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বাড়ির সামনে, রাস্তার ধারে, মাঠে – সর্বত্র পাটকাঠি শুকানো ও সংরক্ষণের কাজ চলছে। বর্তমানে ১০০ আঁটি পাটকাঠি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। এক হেক্টর জমির পাট থেকে গড়ে প্রায় ১৫ হাজার টাকার পাটকাঠি পাওয়া যাচ্ছে।

পাটচাষি ফারুক মোল্যা বলেন, “পাট বিক্রি করে খুব বেশি লাভ হয়নি। তবে পাটকাঠির দাম আগের চেয়ে অনেক বেশি। কাঠির আয় দিয়ে লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো।”

স্থানীয় ব্যবসায়ী সামাদ মাতুব্বর জানান, “পাটকাঠি এখন আমাদের আশার আলো। বড় কোম্পানির এজেন্টরা এসে গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি কাঠি কিনে নিচ্ছেন।”

সাতক্ষীরার ব্যবসায়ী মোস্তফা শেখ বলেন, “আগে সালথা থেকে কম দামে পাটকাঠি কিনতাম। কিন্তু এখন ফরিদপুরেই বহু কার্বন ফ্যাক্টরি গড়ে ওঠায় চাহিদা মেটানোই কঠিন হয়ে পড়েছে। দামও অনেক বেড়েছে।”

সালথা উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর প্রায় ১২ হাজার হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এ থেকে উৎপাদিত পাটকাঠির বাজারমূল্য অন্তত শত কোটি টাকার বেশি হবে বলে আশা করা হচ্ছে। কৃষি কর্মকর্তাদের মতে, এ মূল্যবৃদ্ধি স্থানীয় কৃষকদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে।


এ ক্যটাগরির আরো খবর..