14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাপানে চাকরি, এটিবি জব ফেয়ার

SDutta
August 18, 2025 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দেশে বেকারত্ব দূর করতে ও রেমিটেন্স যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণে প্রথমবারের মতো জাপানি ও মাল্টি ন্যাশনাল কোম্পানির অংশগ্রহণে এটিবি জবস চাকরি মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২২ আগস্ট শুক্রবার ২০২৫ ইং তারিখে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। সরাসরি সাক্ষাৎকারে মিলতে পারে আপনার কাঙ্ক্ষিত চাকরি।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রিও তাকাশি। তিনি এটিবি জবস প্রতিষ্ঠানের চিফ অপারেশন অফিসার। এ সময় তার সঙ্গে ছিলেন চ্যানেল এস এর মুনওয়ার হোসেন, কেআরটি গ্রুপের ভাইস চেয়ারম্যান হেমায়েত হোসেন, কাওআই গ্রুপের সিএফও সফিউদ্দিন লে. জেনারেল আবুল হোসেন (অবসর) প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রি তাকাহাসি। তিনি বলেন, জাপান ও মাল্টিন্যাশনাল কোম্পানির ৪০ প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করবে। এখানে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে জাপানে নিয়ে কাজ করানো হবে।জাপানি ভাষা এখানে বাধা হবে না। যাকে নিয়োগ দেওয়া জন্য নির্বাচিত করা হবে তাকে জাপানি ভাষা শিখিয়ে সেখানে পাঠানো হবে। জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানগুলো সে কথাই তাদের বলেছে। নির্মাণ শ্রমিক, ড্রাইভার, ভবন পরিষ্কার, কৃষি, কেয়ার গিবার, এভিয়েশন ইত্যাদি কাজে নিয়োগ দিতে মেলায় আসছে কাওয়াই গ্রুপ জাপান লিমিটেড।

জাপান সরকারের স্পেসিফাইড স্কিলড ওয়ারকার প্রকল্পের আওতায় কাজ করা কয়েকটি কোম্পানি থাকবে। চাকরি প্রার্থীরা এই মেলায় অংশ নিলে আন্তর্জাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবে। কোম্পানিগুলো সরাসরি চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নিবেন এবং যোগ্যতা অনুসারে চাকরি নিশ্চিত করবেন।

মেলায় জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেনটিভ কাজুকি কাতাওকা বিশেষ অতিথি হিসেবে থাকবেন। এই মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব থাকছে।

বাংলাদেশে বছরে আরো তিন চারটি জব মেলার আয়োজন করার ইচ্ছা ব্যক্ত করে রি তাকাহাসি তার বক্তব্য শেষ করেন।

http://www.anandalokfoundation.com/