বরিশালের আগৈলঝাড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণ’র জন্ম তিথী শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। আগৈলঝাড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
এ উপলক্ষে শনিবার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে সকাল ১১টায় কেন্দ্রীয় মন্দির থেকে উপজেলা শহরে হাজার হাজার নারী-পুরুষ ভক্তর সমন্বয়ে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে পৃথিবীতে শ্রী কৃষ্ণের আবির্ভাবের জন্য জন্ম নেয়ার উদ্যেশ্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্ন্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে ডা. অমূল্য রতন বাড়ৈর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক দীনেশ হালদার, উপজেরা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য মোঃ সারোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমেঃ- এ্যাডভোকেট আলমগীর হোসেন ভূইয়া, খন্দকার মোহাম্মদ আলী, আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন খান মনু, বাবু কার্ত্তিক চন্দ্র বেপারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ফারহানা আকতার ও মহিলা দলনেত্রী এ্যাডভোকেট মেমী সহ বিএনপি, পুজা উদযাপন পরিষদের নেতা ডা. অনিল চন্দ্র দত্ত, ডা. প্রশান্ত রায়, ডা. সমিরন হালদার, স্বপন মন্ডল, শ্যামল ঘটক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আগৈলঝাড়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান চলাকালে সাবেক এমপি, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে আগত ভক্তবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শোভাযাত্রায় বিভিন্ন মন্দির সেবাশ্রমের হাজারো ভক্তরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্দিরে ভক্তরা মোক্ষলাভের আশায় ব্রত পালন শেষে বিশেষ পূজার্চনা, ধর্মতত্ব আলোচনা, ভক্তিমুলক গান পরিবেশন, বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে।