14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবক

Link Copied!

মৌলভীবাজার শহরের কলেজ গেইট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আলাল আহমদের ছোট ভাই মছব্বির আহমদ (৩০), মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর বড়বাড়ি এলাকার মোঃ ফিরোজ মিয়ার ছেলে।
বুধবার( ৬ জুলাই)  রাত আনুমানিক ১১টার দিকে মনুনদীর পালপুর খেয়াঘাটে নৌকা পারাপারের সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকা চলাকালীন মুহূর্তে ভারসাম্য হারিয়ে মছব্বির নদীতে পড়ে যান। ঘটনার পরপরই তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়রা মনু ও কুশিয়ারা নদীতে নৌকা নিয়ে তন্নতন্ন করে খোঁজাখুঁজি শুরু করেন।
মছব্বির আহমদ বড় ভাই মোস্তাক আলাল আহমদ বলেন, বুধবার রাতে  মছব্বির আহমদ হঠাৎ নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ । পরে স্থানীয় লোকজন  নিয়ে অনেক  খোঁজাখুঁজি করছি,  এখন পর্যন্ত  তার কোন সন্ধান পাচ্ছি না ।
http://www.anandalokfoundation.com/