জাতীয় নির্বাচন কমিশনের নুতন নির্দেশে ভোট ব্যাংকের কারবারিদের মাথায় হাত।ভারতীয় রাজনীতিতে ভোট ব্যাংকের রাজনীতির ফলে ভারত ক্ষতবিক্ষত।ভারতের অনেক রাজ্যের জনবিন্যাস পাল্টে গিয়েছে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে ভারতের অতীত ঐতিহ্য বিনস্ট হয়ে একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের চেহারা নিতে শুরু করেছে।
দেশভাগের পর প্রথম এই রাজনীতি শুরু করেছিলেন জাতীয় কংগ্রেস।তাদের রাজত্বকাল ছিলো ৭২বছর।তারপর তাদের পদাঙ্ক অনুসরণ করে বামেরা প:বঙ্গে ৩৪ বছর কেরালায় এখনো পর্যন্ত বাম আর কংগ্রেস ছাড়া অন্যকোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি আর পঃবঙ্গে তৃনমুল কংগ্রেস প্রায় ১৫ বছর হতে চলেছে।
এই রাজনীতি ভারতের অতীত ঐতিহ্য পরম্পরা মুছে দিয়েছে।মানুষ ভুলতে বসেছে ভারত এক সময় একটি হিন্দুরাষ্ট্র ছিলো।কিন্তু ৭০ বছরে কংগ্রেস ৩৪ বছরে বামফ্রন্ট এবং সর্বশেষ তৃনমুল কংগ্রেস ভারতের অস্তিত্বে যে আঘাত করেছে তার মাসূল গুনতে ভারতের অনেক বছর লাগবে অথবা আবার ফিরে যেতে হবে পূর্বাবস্থায়।কারণ যারা ভারতের অতীত ইতিহাস ঐতিহ্য পরম্পরা মুছে দিতে চেয়েছিল তারা দেশি-বিদেশি ভারত বিদ্বেষীদের ছত্রছায়ায় আজও সক্রিয়।
এতদিন ভারতের নাগরিকত্ব প্রমানের দলিল ছিলো ভোট ব্যাংক ভিত্তিক।এবার জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় বলে বিজ্ঞপ্তি জারি করেছেন।ভূয়া নথি এবং টাকার বিনিময়ে যে আধার কার্ড তৈরি সম্ভব তার প্রমাণ কমিশনের হাতে আসার পর এই সিদ্ধান্ত।এখন থেকে আধার ও প্যান কার্ড ব্যবহার করে আর ভোটার লিস্টে নাম তোলা যাবেনা।
ভোটার লিস্টে নাম তুলতে হলে এখন থেকে জন্মের শংসাপত্র,অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড,প্রাথমিক বিদ্যালয় থেকে শংসাপত্রের যেকোন একটি জমা দিতে হবে।এই শংসাপত্র থেকে প্রমাণ হয় আবেদনকারী ভারতেই জন্মগ্রহণ করেছেন অথবা বাসিন্দা।
জাতীয় নির্বাচন কমিশনের এই নির্দেশ এসেছে চলতি বছরের নভেম্বর/ডিসেম্বরে বিহার এবং ২০২৬ এ পঃবঙ্গে বিধানসভার নির্বাচনকে সামনে রেখে।ভারতের মধ্যে এই দুটি রাজ্যে ভোট ব্যাংক রাজনীতির জন্য জনবিন্যাস এবং ডেমোগ্রাফি পাল্টে গিয়েছে।তাই নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই নির্দেশের ফলে যারা ভূয়া নথি দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে নাগরিক সেজে বসে আছেন তাদের মাথায় বারি।এছাড়া ভোট ব্যাংক রাজনীতির উপর যেসব রাজনৈতিক দল অনেকাংশে নির্ভর করে তাদের গায়ে জ্বর এসেছে।কারণ ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরও নির্দিষ্ট নথি দেখাতে হবে।আধার কার্ড বা রেশন কার্ডের মতো সহজলভ্য নথি দেখালে চলবেনা।
নির্বাচন কমিশন বলছে ভোটারদের নাম ভোটার তালিকায় তখনই উঠবে যখন তারা নাগরিকত্বের নথি জমা দেবেন।তাদের বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে।না দিতে পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে।২০০৩ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের বেলায় এই নুতন নিয়ম প্রযোজ্য হবেনা।বাকিদের মধ্যে ১৯৮৭ সালের আগে যাদের জন্ম তাদের জন্মের প্রমানপত্র দিতে হবেনা।১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের বা বাবা-মায়ের মধ্যে যেকোন একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে।
কমিশনের এই নির্দেশে শুধু বিহারেই এবার বাদ পড়তে পারে ৩ কোটি ভোটার। নির্বাচন কমিশনের এই নির্দেশ বাতিলের জন্য তৃনমুল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সুপ্রিমকোর্টের মামলা করেছেন।কারণ তিনি মুসলিম ভোট ব্যাংকের উপর নির্ভরশীল।যে নির্বাচনী কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়ে আসেন তা বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকা।এছাড়াও ভোট ব্যাংক নির্ভরশীল আরও রাজনৈতিক দল মামলার প্রস্তুতি নিচ্ছে।