নওগাঁর ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সকাল ১০ টায় সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলায় ৫টি কেন্দ্র যথাক্রমে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ৮৬ জন এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে যুব উন্নয়ন অফিসার কামরুজজামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকারকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সু-শৃংখল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকগণও সুষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন।’
মাধ্যমিক পর্যায়ের ১ম দিনের এই পরীক্ষায় ২ হাজার ৯৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ১১ জন অনুপস্থিত ছিল বলে কেন্দ্র সচিবগণ যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান, ইলিয়াস আলম, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান ও সাবিহা ইয়াসমিন প্রতিবেদককে জানান।