× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

পিআইডি

উজবেকিস্তানে নওরোজ উৎসবে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য

উজবেকিস্তান জার্নালিজম ও মাস্ কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ (৮ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নওরোজ উৎসবে বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে শৈল্পিক রূপে উপস্থাপন করে।

বাংলাদেশ, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, তাজিকিস্তান, তুর্কিয়ে, আজারবাইজান সহ ১৪ টি দেশ এ আয়োজনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজবেকিস্তান রাষ্ট্রপ্রতির প্রেস সচিব জনাব শেরজড আসাডভ। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রদূতসসহ বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ উজবেকিস্তান জার্নালিজম ও মাস্ বিশ্ববিদ্যালয়, ওরিয়ান্টাল স্টাডিজ বিশ্ববিদ্যালয় ও তাসখন্দ ইকোনমিক বিশ্ববিদ্যালয়ের রেক্টরসহ তাৎপর্য সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বাংলাদেশ প্যাভিলিয়ন প্রদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বৈচিত্রময় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সকলকে অবহিত করেন এবং বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কে এর ইতিবাচক প্রভাব ও ভূমিকা গুরুত্বের সাথে উল্লেখ করেন। দু’দেশের জনগণের মধ্যকার পারস্পরিক হৃদ্যতা আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও সংস্কৃতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম নিয়মাক বলে আখ্যায়িত করেন। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন দু’দেশের জনগণের মধ্যে বিরাজমান বন্ধুত্ব, বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্রসমূহ কে আরো দৃঢ় ও প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 পর্যটনের বিভিন্ন আকর্ষণীয় ছবিসহ বাংলাদেশের তৈরি পোশাক ও সিরামিক সামগ্রী দ্বারা বাংলাদেশ প্যাভিলিয়ন সুসজ্জিত করা হয় যা দর্শকের দ্বারা প্রশংসিত হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় সংগীতের উপর নৃত্য পরিবেশনা ও কাবাডি খেলার দৃশ্য দর্শককে মুগ্ধ করেছে। আমন্ত্রিত অতিথিগনকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দ্বারা আপ্যায়ন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..