14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বিজিবি সদস্য হতাহত

Link Copied!

বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাচালানী আটক করতে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোজাম্মেল হক(২৮) নামে এক বিজিবির সিপাহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন(৩৮)।
মঙ্গলবার রাত ৮টার সময় পুটখালী সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা ঘটে।  হতাহত দুজনই খুলনা ২১ ব্যাটালিয়নের  পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্য।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রাত ৮টার দিকে একদল চোরাচালানী আটক করতে পুটখালী থেকে বারপোতা বাজারের দিকে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভাটের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হক’কে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে প্রাথমিকভাবে পরীক্ষা করে বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক নামে এক জনকে মৃত ঘোষণা করা হয়। এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
http://www.anandalokfoundation.com/