× Banner
সর্বশেষ
খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক

পণ্য পাঠানো বন্ধ ও হিন্দুদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার আর্জি কার্তিক মহারাজের

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
সীমান্ত খুলে দেওয়ার আর্জি

বাংলাদেশে লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। ভেঙ্গে দেওয়া হচ্ছে একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠান। পণ্য পাঠানো বন্ধ করে অবিলম্বে সীমান্ত সিল এবং নির্যাতিত হিন্দুদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন মুর্শিদাবাদের বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ।

বৃহস্পতিবার ধর্মতলায় একাধিক হিন্দু সংগঠনের তরফে বৃহৎ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় সেনা এবং ভারতীয় অবদানের কথা মনে করান তিনি। এই অবস্থায় একদিকে বাংলাদেশে চিন্ময় প্রভুকে না ছাড়া হলে সমস্ত ভারত- বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়ার ডাক দেন তিনি যাতে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে না যায়।

ষড়যন্ত্র করে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে আটকে রাখা হয়েছে সে দেশের জেলে। আর সেই সমস্ত ঘটনার প্রতিবাদে একাধিক হিন্দু সংগঠনের তরফে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। তবে আজ কোনো বিজেপি নেতৃত্বের হাতে দলীয় পতাকা ছিল না। ধ্বজা নিয়ে এবং গেরুয়া বসনধারীদের নেতৃত্বেই আন্দোলন হয় আজ।

আর সেই সভা থেকে বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দেন তিনি। একইসঙ্গে বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেওয়ার দাবি তোলেন। আর এটা যদি হয় তাহলে কতটা যে খারাপ পরিস্থিতি হবে সে দেশের, সেটাও তিনি মনে করিয়ে দেন।

আবার সনাতনীদের এই মঞ্চ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আশ্রয় দিতে সীমান্ত খুলে দেওয়ার কথাও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন কার্তিক মহারাজ।

গত কয়েকদিন ধরে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পথে নেমেই আন্দোলন বিক্ষোভ করছেন কার্তিক মহারাজ। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে গিয়ে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানিয়ে এসেছেন। আজ ফের হুঁশিয়ারি দিয়েছেন। এরপরেও ব্যবস্থা না নেওয়া হলে পশ্চিমবঙ্গে আরও বৃহত্তর আন্দোলন হবে।


এ ক্যটাগরির আরো খবর..