ফরিদপুরের মধুখালীর পশ্চিম গাড়াখোলা গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবী করেছে পরিবার। সোমবার (২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রেমের সম্পর্কে সাগর ফকিরের সঙ্গে বিয়ে হয় রুমার। রুমার বাড়ী মধুখালী উপজেলার মেগচামী গ্রামে। তার পরিবার জানায়, সন্ধ্যায় মধুখালীর পশ্চিম গাড়াখোলা একতলা বিল্ডিংয়ের বাসা বাড়ীতে স্বামী সাথে ঝামেলা হয় এরপর স্বামী বাসায় না থাকায় সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস নেন রুমা।
দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টায় মৃত ঘোষণা করেন। প্রতিবেশিরা জানায় সাগর মোবাইল ও কম্পিউটারে ফিলান্সিং করে মাঝে মধ্যেই তাদের ঝামেলা হতো দেড় বছরে একটি পুত্র সন্তান রয়েছে তাদের।
মৃত রুমার বড় বোন লাকি আক্তার জানান, আমাদের মা বাবা কেউ নেই সাগর প্রায়ই আমার বোনকে মারধোর করতো। এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার অফিসার ইনচার্জ এফ এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত দেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে । মামলা প্রক্রিয়াধীন।