13yercelebration
ঢাকা

খ্রিষ্ট সাল হিসেবে হযরত মুহাম্মাদ(সাঃ) এর মৃত্যুদিন আজ

ডেস্ক
June 8, 2024 7:42 am
Link Copied!

আজ ৮ জুন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মাদ(সাঃ) এর মৃত্যুদিন। ৬৩২ খ্রিষ্টাব্দের আজকের দিনে(৮জুন) সৌদি আরবের মদীনায় হযরত মুহাম্মদের মৃত্যু ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও রহস্যময় ঘটনা। অপর দিকে রসুলুল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মৃত্যু দিবস হল ১২ রবিউল আউয়াল সর্বসম্মতভাবে স্বীকৃত। 

ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের তারিখ ছিল ১২ ই রবিউল আউয়াল, ইংরেজি সন মোতাবেক ৫৭০ খৃস্টাব্দে। তবে তাঁর জন্মের সুনির্দিষ্ট তারিখ কোনটি সে সম্পর্কে মতভেদ রয়েছে।

প্রখ্যাত ইতিহাসবেত্তা মন্টগোমারি ওয়াট তার পুস্তকে ৫৭০ সন ব্যবহার করেছেন। এক বর্ণনা মতে তাঁর জন্ম ৫৭১ সালের ২০ বা ২২ শে এপ্রিল। তবে নবীর প্রকৃত জন্মতারিখ বের করা বেশ কষ্টসাধ্য। এজন্যই এ নিয়ে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিক ও হাদিস বর্ণনাকারীদের সিংহভাগের মতে, তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন।

সুন্নি মতাবলম্বীদের সিংহভাগ ১২ রবিউল আউয়াল সোমবারকে মহানবীর জন্মদিন বলে ভাবেন। অন্যদিকে সিংহভাগ শিয়া ইতিহাসবিদ ও জীবনীকারের মতে, হজরত মুহাম্মদ (সঃ)-এর জন্ম ১৭ রবিউল আউয়াল শুক্রবার। শিয়া জীবনীকারদের মধ্যে একমাত্র আল কুলাইনী মনে করেন, ১২ রবিউল আউয়ালেই মহানবী (সঃ)-এর জন্ম। 

বিদায় হজ্জ থেকে ফেরার পর হিজরি ১১ সালের সফর মাসে মুহাম্মাদ জ্বরে আক্রান্ত হন। জ্বরের তাপমাত্রা প্রচণ্ড হওয়ার কারণে পাগড়ির উপর থেকেও উষ্ণতা অনুভূত হচ্ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে ময়মুনার গৃহ থেকে আয়িশার গৃহে এসে অবস্থান করতে থাকেন। বলা হয়, এই অসুস্থতা ছিল এক ইহুদি নারীর তৈরি বিষ মেশানো খাবার গ্রহণের কারণে।

নাবী (সাঃ) এর রোগ ও তাঁর ওফাত। মহান আল্লাহর বাণীঃ আয়শা (রাঃ) বলেছেন, নবী (সাঃ) যে রোগে ইন্তিকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়শা! আমি খায়বারে (বিষযুক্ত) যে খাদ্য ভক্ষণ করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। আর এখন সেই সময় আগত, যখন সে বিষক্রিয়াতে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। (বুখারীঃ ৪০৯৪)

স্ত্রী আয়িশা মতে, মৃত্যুর সময় অনেক কষ্ট পেয়েছেন মুহাম্মাদ। আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কষ্ট হতে দেখেছি এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখতে আমার আর কোন ঈর্ষা হয় না। (সূনান তিরমিজীঃ ৯৮১; অধ্যায়ঃ ১০/ কাফন-দাফন; পরিচ্ছদঃ মৃত্যুর সময় কষ্ট হওয়া।)

১১ হিজরীর পহেলা রবিউল আউয়াল মাসে সোমবার দিন ইসলামের নবী মুহাম্মাদ মৃত্যুবরণ করেন।

ইসলামের নবী মুহাম্মাদ এর সমাধি, যা রওজা নামে মুসলিমদের কাছে অধিক পরিচিত, মসজিদ এ নববী ,মদিনা, সৌদি আরব স্বর্ণখচিত সমাধিগৃহ (রওজা)। স্ত্রী আয়িশা এর কক্ষে ইসলামের নবী মুহাম্মাদ এর কবর।

মদীনায় স্ত্রী আয়েশার ঘরের যে স্থানে তিনি মৃত্যুবরণ করেন, জানাজার পর সেখানেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময়ে, মসজিদে নববীকে সম্প্রসারণ করে হজরত মোহাম্মদ (সাঃ) এর কবরকে এর সম্প্রসারিত এলাকার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানেও মসজিদে নববীর অভ্যন্তরেই তার কবর রয়েছে।

জন্ম: ১২ই রবিউল আওয়াল ৫৭০ খ্রিষ্টাব্দ, রোজ: সোমবার, সুবেহ সাদেকের সময়।
জন্মস্থান: বর্তমান সৌদি আরবের মক্কা নগরী।
বংশ: তৎকালীন প্রখ্যাত কোরাইশ বংশে।
পিতা নাম: আবদুল্লাহ।
মাতার নাম: আমেনা।
দাদার নাম: আব্দুল মুত্তালেব, আসল নাম-আমের। এছাড়া তিনি অনেকের কাছে শায়বা নামেও পরিচিত ছিলেন।
দাদীর নাম: ফাতেমা বিনতে আমর ইবনুল আয়েয।
নানার নাম: ওহাব।
নানীর নাম: বাররা।
ধাত্রীমাতার নাম: ফাতেমা বিনতে আবদুল্লাহ। উনি ছিলেন ওসমান ইবনে আবু আ’সের মাতা।
দুধমাতার নাম: হালিমা।

মুহাম্মাদের স্ত্রীগণের তালিকাঃ

নাম গোত্র বিবাহের পূর্বের অবস্থা বিবাহের সময় বয়স মন্তব্য বিবাহের তারিখ মৃত্যুর তারিখ
খাদিজা বিনতু খুওয়াইলিদ বনু আসাদ বিধবা ৪০ প্রথম বিয়ে এবং নবুয়াত প্রাপ্তির আগে একমাত্র বিয়ে ৫৯৫ ৬১৯
সাওদা বিনতে জামআ বনু আব্দু শাম্‌স বিধবা ৬৫ বৃদ্ধ, গরিব এবং বিধবা; আবিসিনিয়া হিজরতের পর ৬১৯-এর পরপর মুহাম্মাদের মৃত্যুর পর
আয়েশা বিনতু আবু বকর বনু তাইম কুমারী ৯ (মতান্তর: বিয়ের সময় আয়েশার বয়স) মুহাম্মাদের সাথে পারিবারিক সম্পর্ক স্থাপনের জন্য আবু বকর তার মেয়েকে বিয়ে দেন। ৬২২ মুহাম্মাদের মৃত্যুর পর
হাফসা বিনতে উমর বনু আদি বিধবা উমরের সাথে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তার মেয়েকে ৬২৪–৬২৫ মুহাম্মাদের মৃত্যুর পর
জয়নব বিনতু খুযায়মা বিধবা ৬২৬ – ৬২৭ বিয়ের পরপরই
উম্মে সালামা হিন্দ বিনতু আবি উমাইয়া বনু উমাইয়া উহুদ যুদ্ধে বিধবা হন প্রায় ৬৫ সাহায্যের জন্য, ৪ জনের জননী ছিলেন ৬২৬ মুহাম্মাদের মৃত্যুর পর
রায়হানা বিনতে জায়েদ বনু নাদির
জয়নব বিনতে জাহশ তালাকপ্রাপ্ত এবং বিধবা ৬২৫–৬২৭ মুহাম্মাদের মৃত্যুর পর
জুওয়াইরিয়া বিনতে আল-হারিস বনু মুস্তালিক বিধবামা মালাকাত আইমানুকুম-এর আওতায়। ৬২৭–৬২৮ মুহাম্মাদের মৃত্যুর পর
রামালাহ বিনতে আবি সুফিয়ান বনু উমাইয়া আবু সুফিয়ানের কন্যা। প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়া’র বোন। তালাকপ্রাপ্ত, তার স্বামী আবিসিনিয়ায় খ্রিস্টান হয়ে যায়। সাহায্য ৬২৯ মুহাম্মাদের মৃত্যুর পর
সাফিয়া বিনতে হুওয়াই বনু নাদির বিধবামা মালাকাত আইমানুকুম-এর আওতায়। ৬২৯ মুহাম্মাদের মৃত্যুর পর
মায়মুনা বিনতে আল-হারিস বিধবা ২৬ ৬২৯ মুহাম্মাদের মৃত্যুর পর
মারিয়া আল-কিবতিয়া মিশরীয় মিশরের সম্রাট মুকাউকিসের পক্ষ হতে মুহাম্মাদের জন্য উপহার ৬২৮–৬২৯ মুহাম্মাদের মৃত্যুর পর

হযরত মুহাম্মাদ(সাঃ) এর ৩জন পুত্র ও ৪জন কন্যা ছিল।

কালানুক্রমিকভাবে মুহাম্মাদের সন্তানরা ছিলঃ

কাসিম ইবনে মুহাম্মাদ, (৫৯৮ খ্রি. – ৬০১ খ্রি.)

জয়নব বিনতে মুহাম্মাদ (বিতর্কিত), (৫৯৯ খ্রি. – ৬২৯ খ্রি.)

রুকাইয়াহ বিনতে মুহাম্মাদ (বিতর্কিত), (৬০১ খ্রি. – ৬২৪ খ্রি.)

উম্মে কুলসুম বিনতে মুহাম্মাদ (বিতর্কিত), (৬০৩ খ্রি. – ৬৩০ খ্রি.)

ফাতিমা বিনতে মুহাম্মাদ (বিতর্কিত জন্মতারিখ), (৬০৫ খ্রি. – ৬৩২ খ্রি.)

আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ, (মৃত্যু : ৬১৫ খ্রি.)

ইব্রাহিম ইবনে মুহাম্মাদ, (৬৩০ খ্রি. – ৬৩২ খ্রি.)

উল্লেখ্যঃ তারা সবাই অপেক্ষাকৃত অল্প বয়সে মারা গেছেন; ২–৩০ বছরের মধ্যে।

হযরত মুহাম্মাদের ছয় সন্তান পৃথিবীতে আসেন খাদিজা (রা.)-এর কোল জুড়ে আর শুধুমাত্র পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন মারিয়ার গর্ভে।  মুহাম্মাদের ছেলেরা সবাই শৈশবে মারা যায়।

জায়নাব : জায়নাব রাসুল (সা.)-এর জ্যেষ্ঠ সন্তান। হজরত খাদিজার বিয়ের পঞ্চম বছরে ৬০০ খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তার বিয়ে হয় খালাতো ভাই আবুল আস ইবনে রাবির সঙ্গে। এ দম্পতির কোল জুড়ে আলি এবং উমামা পৃথিবীর আলো দেখে। মাত্র ৩১ বছর বয়সে ৬২৯ খ্রিস্টাব্দ মুতাবেক ৮ হিজরি সনে জায়নাবের ইন্তেকাল হয়। মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

রুকাইয়াহ : রুকাইয়া ছিলেন মহানবী (সা.) ও খাদিজা (রা.)-এর দ্বিতীয় কন্যা। নবুয়তের সাত বছর আগে ৬০১ খ্রিস্টাব্দে তিনি জন্মলাভ করেন। তাকে ‘জাতুল হিজরাতাইন’ (দুইবার হিজরতকারী) উপাধিতে ভূষিত করা হয়েছিল। কেননা, মদিনায় হিজরতের আগে তিনি আবিসিনিয়াতেও হিজরত করেন। হজরত উসমান ইবনে আফফানের সঙ্গে তার বিবাহ হয়। আব্দুল্লাহ নামের এ দম্পতির একজন পুত্র সন্তান ছিল যে শৈশবেই মারা যায়। ৬২৪ খ্রিস্টাব্দে ২৩ বছর বয়সে দুরারোগ্য এক ব্যধিতে আক্রান্ত হয়ে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হয়।

কাসিম : কাসিম ছিলেন মহানবী (সা.)-এর পুত্র সন্তানদের মধ্যে সবার বড়। নবুয়তের আগে ৬০৩ খ্রিস্টাব্দে মক্কা মুকাররমায় তার জন্ম হয়। কাসিমের নামের সঙ্গে মিলিয়েই আল্লাহর রাসুলকে সবাই ‘আবুল কাসিম’ (কাসিমের পিতা) এ উপনামে সম্বোধন করত। ৬০৫ খ্রিস্টাব্দে দুই বছর পূর্ণ হওয়ার আগেই কাসিম ইন্তেকাল করেন। বর্তমানে সৌদি আরবের মক্কা মুকাররমার জান্নাতুল মুয়াল্লা কবরস্থানে সমাহিত আছেন তিনি।

উম্মে কুলসুম : উম্মে কুলসুম এটা তার ডাকনাম। ইতিহাসে তার মূল নামের প্রসিদ্ধি নেই। নবুয়তের ছয় বছর আগে মক্কায় উম্মে কুলসুমের জন্ম হয়। উতবাহ ইবনে আবু লাহাবের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল। বিয়ের পরে তিনি ইসলামে শিক্ষিত হলে তালাকপ্রাপ্তা হন। অতপর হজরত উসমান (রা.)-এর সঙ্গে আল্লাহর রাসুল তাকে বিয়ে করিয়ে দেন। আল্লাহর রাসুলের দুই কন্যা রুকাইয়াহ ও উম্মে কুলসুমকে বিয়ে করার কারণে উসমান (রা.)-কে ‘জিন্নুরাঈন’ (দুই নূরের অধিকারী) উপাধি দেওয়া হয়েছিল। উম্মে কুলসুম ৬৩০ খ্রিস্টাব্দে ২৭ বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন।

ফাতেমাতুয যাহরা : হজরত ফাতেমাতুয যাহরা রাসুল (সা.)-এর সর্বকনিষ্ঠ কন্যা। অধিকাংশ ঐতিহাসিকের মতে নবুয়তের পাঁচ বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহর রাসুলের আপন চাচাতো ভাই আলি ইবনে আবি তালিবের সঙ্গে ফাতেমার বিবাহ সম্পন্ন হয়। তাদের ঘর আলোকিত করে পাঁচজন সন্তানের জন্ম হয় তারা হলেন, যায়নাব, উম্মে কুলসুম, হাসান, মুহসিন এবং হুসাইন (রা.)। বিশুদ্ধ ভাষী হিসেবে ফাতেমাতুয যাহরার সুনাম ছিল। জান্নাতে তিনি নারীদের প্রধান থাকবেন। ৬৩২ খ্রিস্টাব্দ মোতাবেক ১১ হিজরি সনে মদিনা মুনাওয়ারায় ফাতেমা (রা.) ইন্তেকাল করেন।

আব্দুল্লাহ : আব্দুল্লাহ আল্লাহর রাসুল (সা.)-এর দ্বিতীয় পুত্র সন্তান। নবুয়তের পরে মক্কা মুকাররমায় তার জন্ম হয়। তাহির এবং তায়ইব উপনামেও তাকে ডাকা হতো। আব্দুল্লাহ শৈশবেই ৬১৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আব্দুল্লাহর ইন্তেকালের পর মক্কার কাফের আস ইবনে ওয়ায়েল মহানবী (সা.)-কে গালি দিয়ে বলেছিল, ‘তার বংশধারা বন্ধ হয়ে সে নির্বংশ হয়ে গেছে’। তখন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় ‘যে আপনার দুশমন; সেই মূলত নির্বংশ’। (সুরা কাওসার : ৩)

ইবরাহিম : ইবরাহিম মহানবী (সা.) ও মারিয়া কিবতি (রা.)-এর একমাত্র সন্তান। অষ্টম হিজরির শেষদিকে তার জন্ম হয়। মাত্র ১৮ মাস বয়সে ইবরাহিম ইন্তেকাল করেন। মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। ইবরাহিমের মৃত্যুতে আল্লাহর রাসুল (সা.) খুব বেশি শোকবিহবল হয়ে পড়েছিলেন।

নবীজির বংশধারা: নবীজি ছিলেন ইসমাঈল আ. এর বংশধর। ইমাম তাবারী তাঁর লিখিত ইতিহাস গ্রন্থে যে তালিকা দিয়েছেন, তা হলো-
১। মোহাম্মদ সা., ২। আবদুল্লাহ, ৩। আবদুল মুত্তালেব, ৪। হাশেম, ৫। আবদে মুনাফ, ৬। কুসাই, ৭। কেলাব, ৮। মুররাহ, ৯। কাব, ১০। লুয়াই, ১১। গালব, ১২। ফেহর (কোরায়েশ), ১৩। মালেক, ১৪। নজর, ১৫। কেনানা, ১৬। খুযাইমাহ, ১৭। মুদরেকা, ১৮। ইলয়াস, ১৯। সুযের, ২০। নাযার, ২১। মা’আদ, ২২। আদনান, ২৩। আরু, ২৪। হুমাইসা, ২৫। সালামান, ২৬। আওস, ২৭। বুয, ২৮। ক্বামওয়াল, ২৯। উব্বী, ৩০। আওয়াম, ৩১। নাশেদ, ৩২। হায্যা, ৩৩। বালদাস, ৩৪। ইয়াদলাফ, ৩৫। ত্বাবেখ, ৩৬। জাহেম, ৩৭। নাহেশ, ৩৮। মাখী, ৩৯। আইফী, ৪০। আবক্বার, ৪১। উবায়দ, ৪২। আদদা’আ, ৪৩। হামদান, ৪৪। সানবার, ৪৫। ইয়াস্রবী, ৪৬। ইয়াহ্যান, ৪৭। ইয়ালহান, ৪৮। আরউইয়া, ৪৯। আইয়া, ৫০। দীশান, ৫১। আইসার, ৫২। আক্বনাদ, ৫৩। আইহাম, ৫৪। মাক্বসার, ৫৫। নাহেছ, ৫৬। যারেহ্, ৫৭। শোম্মা, ৫৮। মায্যা, ৫৯। এওয, ৬০। আরাম, ৬১। কাইদার, ৬২। ইসমাঈল আ.।

মৃত্যুঃ
হিজরী ১১ সনের ১২ই রবিউল আওয়াল, ৬৩২ খ্রিষ্টাব্দের ৮ জুন সোমবার আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় হযরত মোহাম্মদ সা. সমস্ত মুসলিম উম্মাহকে কাঁদিয়ে তাঁর পার্থিব জীবন শেষ করেন।

জানাযা:
নবী পাকের কোন আনুষ্ঠানিক জানাযা হয়নি। ওফাতের আগে প্রদত্ত নির্দেশ অনুযায়ী পবিত্র দেহ মোবারক গোসল ও কাফন পরানোর পর হুজরার মধ্যে রাখা হয়েছিল। লোকেরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে হুজরায় ভেতর প্রবেশ এবং প্রত্যেকেই নিজে নিজে ছালাত ও সালাম পেশ করেন। এভাবে মদীনা ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ত্রিশ হাজার লোক জানাযা পাঠ করেন।

কবর খনন:
কবর খনন করেছিলেন হযরত আবু তালহা আনসারী রা.।

দেহ মোবারক করবে অবতরণ:
১৪ই রবিউল আওয়াল বুধবার মাগরিবের পূর্বে, ওফাতের আনুমানিক ৭২ ঘন্টা পর নবীজির পরিত্র দেহ মোবারক কবরে অবতরণ করা হয়। এতে অংশ নেন হযরত আলী রা., হযরত আব্বাস রা. এবং তাঁর ছেলে ফজল ও কাসাম রা.।

http://www.anandalokfoundation.com/