14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার জানুয়ারি 9, 2025
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Link Copied!

বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- এইচএম জয়নাল আবেদীন, মো. আলাউদ্দিন ভূইয়া, মফিজুল ইসলাম মিলন, রেজাউল করিম সিকদার ও মো. সলেমান হাওলাদার। প্রার্থীরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩০মে) বিকেল চারটা পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও দুই জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসংগত, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

http://www.anandalokfoundation.com/