× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

মেহেরপুর থিয়েটারের আয়োজনে নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলা বর্ষবরণ উপলক্ষে মেহেরপুর থিয়েটারের আয়োজনে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীম, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদ, মোমিনুল হক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মেহেরপুর থিয়েটারের সহসভাপতি আনোয়ারুল হক শাহী, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহাবুবুল হক মন্টু প্রমুখ।

পরে সেখানে হানানুজ্জামান মালেক রচিত নাটক “হালখাতা” মঞ্চায়ন করা হয়। এর আগে সেখানে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   এর আগে শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..