× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরীর খুলশি থানার ওয়াসা এলাকায় নিজ বাসা লোকমান ম্যানসনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ইসহাক হাটহাজারীর মদনহাট কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তাঁর লাশ দাফন সম্পন্ন হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, ইসহাক বিষপানের পর ছাদের সিঁড়ির সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এমন আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করি।’

নিহত ইসহাকের মেয়ে মুমু জানান, তাঁর মা দীর্ঘ ১১ বছর ধরে অসুস্থ। তাঁর বাবাও মানসিকভাবে সুস্থ ছিলেন না।


এ ক্যটাগরির আরো খবর..