14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনিতে অজ্ঞাত পরিচয়ের মরদেহ

ডেস্ক
August 12, 2023 12:55 pm
Link Copied!

রাজধানী ঢাকার শাহবাগ থানা এলাকার কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম জানান, খবর পেয়ে কার্জন হল সংলগ্ন যাত্রীছাউনি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, সম্ভবত নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

http://www.anandalokfoundation.com/