× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

কারারক্ষী খুনে মিথ্যা মামলায় ছেলে গ্রেপ্তার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কারারক্ষী খুনের ঘটনায় গ্রেপ্তার হিমেলের বাবা হাছান আলী ছেলেকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় ছেলেকে নির্দোষ দাবি করে ছেলের মুক্তিতে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হাছান আলী।

হিমেলের বাবা বলেন, ‘ছেলে সকাল ৮টায় বের হয়ে ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটিতে ক্লাস করে ৪টায় ফিরেছে। রাত ২টার দিকে প্রশাসনের লোক গেছে, ফাঁড়ির বড় সাব গেছে। থানায় নিয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করি কী কারণ। তারা বলে কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করব আপনার ছেলেকে, ফাঁড়িতে আসেন। পরে ফাঁড়িতে গিয়ে পাইনি, পরে জয়দেবপুর গেছি। আমার ছেলে নির্দোষ। অত্র এলাকায় যাচাই করে দেখন তার কোনো দোষ আছে কি না।’

 এ সময় সাংবাদিকদের মাধ্যমে ছেলের মুক্তি দাবি করেন হিমেলের বাবা।


এ ক্যটাগরির আরো খবর..