× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ‘স্বপ্নসারথি’ গ্রাজুয়েশন অনুষ্ঠান  ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই ইলিশের নতুন প্রজনন মৌসুম নির্ধারণ ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম প্ল্যাটফর্ম মানবপাচারের শিকার ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪ জন যশোরে সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ

ডেস্ক

নড়াইল গৌড়ীয় মঠাধ্যক্ষকে হত্যার হুমকি

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
গৌড়ীয় মঠাধ্যক্ষকে হত্যার হুমকি
নড়াইল শ্রীশ্রীগৌর সারস্বত গৌড়ীয় মঠ এর মঠাধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীশ্রীমদ্ভক্তি বৈভব সার মহারাজকে করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী অন্যথায় ৭২ ঘন্টার মধ্যে বোমা মেরে গৌড়ীয় মঠ ধ্বংস করা হুমকি

গৌড়ীয় মঠাধ্যক্ষকে হত্যার হুমকি।।  নড়াইল শ্রীশ্রীগৌর সারস্বত গৌড়ীয় মঠ এর মঠাধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীশ্রীমদ্ভক্তি বৈভব সার মহারাজকে করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী অন্যথায় ৭২ ঘন্টার মধ্যে বোমা মেরে গৌড়ীয় মঠ ধ্বংস ও হত্যার হুমকি দিয়েছে লাদেন নামে পরিচয় দেয়া ব্যক্তি।

১৪ মার্চ(মঙ্গলবার)বিকাল ৫.৩০ ঘটিকার সময় নড়াইল নড়াগাতি থানাধীন বড়দিয়া শ্রীশ্রীগৌর সারস্বত গৌড়ীয় মঠ এর মঠাধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীশ্রীমদ্ভক্তি বৈভব সার মহারাজকে মোবাইল নম্বর 01945563167 থেকে কল করে এমন হুমকি দেওয়া হয়।

ত্রিদন্ডী স্বামী শ্রীশ্রীমদ্ভক্তি বৈভব সার মহারাজ আমাদের প্রতিনিধিকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মহাজন থেকে লাদেন নামে পরিচয় দিয়ে ফোন করে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ৭২ ঘন্টার মধ্যে শ্রীশ্রীগৌর সারস্বত গৌড়ীয় মঠ বোমা মেরে ধ্বংস করা হবে বলে হুমকি প্রদান করে। পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান তিনি।

বিস্তারিত আসছে—


এ ক্যটাগরির আরো খবর..