× Banner
সর্বশেষ
ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর

হোটেলে গলাকাটা লাশ, আটক ২

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে একটি আবাসিক হোটেলে এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল বাজারের হোটেল বিচিত্রা থেকে নূরুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করা হয়। আটকরা হলেন হোটেল কর্মচারী সুজন (২২) ও হোটেলের সামনের পানের দোকানি মনোতোষ দেবনাথ (৩৫)।

দুর্গাপুর থানার ওসি খান হুমায়ূন কবীর বলেন, নিহত নুরুল ইসলাম মঙ্গলবার থেকে হোটেলের ২ নম্বর কক্ষে থাকছিলেন।শুক্রবার সকাল ১০টার দিকে তিনি বাইরের দোকান থেকে নাশতা করে নিজের কক্ষে ফিরে যান। আটক হোটেল কর্মচারী সুজন পুলিশকে বলেছেন, দুপুর ১২টার দিকে তিনি নুরুলকে খুঁজতে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে হোটেলের সামনের পান দোকানি মনোতোষ দেবনাথকে সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ভিতরে ঢোকেন।

ভেতরে নুরুলের গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন বলে জানান সুজন। ওসি জানান, নিহত নুরুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার আবু সিদ্দিকের ছেলে। তিনি ঢাকার শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তবে নেত্রকোণায় কেন এসেছিলেন তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..