× Banner
সর্বশেষ
এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইইউটি-ডেভকন জেভি এর মধ্যে চুক্তি স্বাক্ষর গৌরনদীতে পিস্তল সহ যুবক আটক এশিয়া কাপ ফাইনালে যদি বৃষ্টিতে ভেস্তে যায় নারী নির্যাতনকারী, ধর্ষণকারী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে -সুপ্রদীপ চাকমা ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে প্রতারণা, গ্রেফতার -১ ফরিদপুরে বিকালে সাংবাদিককে শ্রমিকদল ও যুবদল নেতার হুমকি, রাতে ক্ষমা প্রার্থনা ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  শ্যামনগরে তথ্য অধিকার দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে এন.আর.বি.সি ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
এন.আর.বি.সি ব্যাংকের শাখার শুভ উদ্বোধন

বরিশালের গৌরনদীতে এন.আর.বি.সি ব্যাংক টরকী শাখা নিয়ে ব্যাংকের ১০১ তম শাখা শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

আজ দুপুরে উপজেলার টরকী বন্দরের চক্রবর্তী ভবনের দ্বিতীয় তলায় এন.আর.বি.সি ব্যাংক এর হল রুমে ব্যাংকের আয়োজনে এন.আর.বি.সি ব্যাংক এর পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ^াস, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নার আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি তদন্ত হেলাল উদ্দিনসহ অন্যান্যরা ।

এই এন.আর.বি.সি (ঘজইঈ ইঅঘক) এ কেন একাউন্ট খুলবেন এর সুবিধাটাই বেশি এই ব্যাংক অধিনে একটা এপ্স গ্রাহকদের দেওয়া হবে, এপ্স নাম প্লানেট (PLANET) যাহাতে আপনি নিজ ঘরে বসে ব্যাংকের লেনদেন কার্যক্রম করা যাবে, এই ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিং নগদ,বিকাশ, রকেট, বিদ্যুৎ বিল,পানির বিল, মোবাইলে প্লেগজি সহ চেক ছাড়া কোর্ড দিয়ে লেনদেন করা যাবে বলে জানান বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..