× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুকুর থেকে বালু তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাঞ্চানগর এলাকায় পুকুর থেকে বালু তোলাকে কেন্দ্র করে হোসেন গ্রুপের সঙ্গে মফিজ গ্রুপের সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সন্ধ্যায় মফিজ গ্রুপের লোকজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন হোসেন গ্রুপের ওপর আবারো হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..