× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শৈলকুপায় গৃহবধু শারমিন কে নির্যাতনের পর হত্যার অভিযোগে এলাকাবাসির বিক্ষোভ,মানববন্ধন সড়ক অবরোধ

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি :ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধৃ শারমিন কে শ্বশুরালয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগে এলাকাবাসি বিক্ষোভ মানববন্ধন ও সড়ক অবরোধ করে। রোববার সকাল ১০টার দিকে এলাকাবাসীর উদ্যোগে ছোট মৌকুড়ি গ্রামের বাজারে এসব কর্মসূচী পালন করে। প্রথমে সড়কজুড়ে বিক্ষোভ প্রদর্শন করে পরে মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
কর্মসূচীতে স্কুলের শিক্ষার্থী, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রণী-পেশার মানুষ অংশ নেয়। তারা শারমিনের স্বামীকে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেছে।
প্রসঙ্গত শুক্রবার রাতের কোন এক সময় গ্রহবধূ শারমিন কে নির্যাতন করে হত্যার পর গলায় রসি ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয়। এতে শারমিনের আত্মীয় স্বজন, এলাকাবাসী ও পুলিশের সন্দেহ হলে পুলিশ লাশ পোষ্টমর্টেমে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী উজ্জ্বল পলাতক রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে হত্যা না আত্মহত্যা। প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা হয়েছে। হত্যা করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..