চলমান সংকট সমাধানে কয়েক সপ্তাহ ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একটি ‘নিরপেক্ষ এবং নির্জোট’ দেশ হিসাবে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চান তিনি। তিনি সংকট নিরসনের জন্য প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মুখোমুখি কথা বলার িইচ্ছা প্রকাশ করেছেন ।
কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, তেমন কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন । তিনি জানান, উপযুক্ত প্রস্তুতির আগে দুই নেতার মধ্যে বৈঠক হলে হিতে বিপরীত হতে পারে।
তিনি বলেন, “প্রেসিডেন্ট পুতিন তার ইউক্রেনীয় প্রতিপক্ষের সঙ্গে দেখা করতে অস্বীকার করেননি, তবে এরকম কোনো বৈঠক হতে গেলে তার জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে।”
এদিকে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন দফায় বৈঠক শুরু হতে পারে বলে জানানো হয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে।