মধুখালী প্রতিনিধিঃ সারাদেশে ন্যায় ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাধারানী ভৌমিক এর সঞ্চালনায় মধুখালী উপজেলা আওয়ামীলীগের মধুখালী রেলগেট অফিসে রবিবার বিকালে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্টানে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু। এ ছাড়া আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম, সাধারন সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদিকা মিনি ইসলাম প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক গুলশান আরা, দপ্তর সম্পাদক তামান্না চুমকি, মানব সম্পদ বিষয়ক সম্পাদক রুনা সহ মধুখালী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদিকা সম্পাদক মন্ডলী প্রমুখ।
পরিশেষে সকলে প্রধান অতিথি মধুখালী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে ফুলের শুভেচ্ছা দিয়ে এবং সকলে মিলে কেক কেটে মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগ মধুখালীতে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।