বিশেষ প্রতিনিধিঃ রাজধানীতে বেড়েছে মশার উৎপাত। সিটি করপোরেশনের পর্যাপ্ত জনবলের অভাব, নিয়মমাফিক মশা নিধন অভিযান না হওয়াসহ নানা কারণে বন্ধ হচ্ছে না মশার বংশ বিস্তার। এতে ডেঙ্গুর মত ভয়াবহ রোগ বিস্তার লাভ না করলেও নানান স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কার কথা বলছেন চিকিৎসকরা। তবে মশা নিধনে মশকবাহিনীকে কঠোর জবাবদিহিতার পাশাপাশি প্রয়োজনীয় বিভাগের সাথে সমন্বিত ভাবে কাজ করার আশ্বাস সিটি করপোরেশনের।
শীতের প্রকোপ কমায় রাজধানীর বিভিন্ন অঞ্চলে বেড়েছে মশার উৎপাত। দিনের আলোতে মুক্ত আকাশে সুরের ছন্দ তুললেও সন্ধ্যার পর মানুষের স্বাভাবিক কাজ কর্মে ব্যাঘাত ঘটাচ্ছে এই ছোট্ট প্রাণি। এতে কয়েল মশারিসহ বাড়তি প্রস্তুতির পাশাপাশি দায়িত্বে অবহেলায় কারণে জনসাধারণের অভিযোগের তীর সিটি করপোরেশনের দিকে।
ঢাকার দুই সিটিতে মশা নিধন খাতে বরাদ্দ রয়েছে সাড়ে ২৬ কোটি টাকা। অথচ পর্যাপ্ত জনবল আর নিয়মিত তদারকির অভাবে ডোবা-নালা থেকে বন্ধ হচ্ছে না মশার নিয়মিত বংশবিস্তার। এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এম এ আজহার বলেন, ‘অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার বিস্তার ঘটায়। এখন মশার উৎপাত দিনে দিনে বেড়ে যাচ্ছে। এতে মশাবাহিত রোগের প্রকোপ বাড়বে। বিশেষ করে ম্যালেরিয়ার সংক্রমণ বাড়তে পারে।’
মশক নিধন বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা, মাঝে মাঝে বিশেষ অভিযানের পাশাপাশি মশা নিধনে সিটি করপোরেশনের অন্যান্য বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস ঢাকা দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এস এম সালেহ ভূঁইয়া বলেন, ‘সম্মানিত কাউন্সিলরবৃন্দকে জবাবদিহি করতে বলেছি। আমাদের যে মশক কর্মীরা আছে তারা কাজ করে রেজিস্ট্রারে নাম নিবন্ধন করে আসে। কখনও কোন মশককর্মী যদি অন্যায়ের আশ্রয় নিয়ে থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি।’
বর্ষার শুরুর আগে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা খুব কম বলে মত চিকিৎসকদের। তবে মশার উৎপাতে দুর্ভোগ কমাতে জনসচেতনতার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের দিকেও জোর দিলেন বিশেষজ্ঞরা।