13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ ৫০০ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে

admin
February 18, 2016 10:08 am
Link Copied!

স্টাফ রিপোর্র্টার: আওয়ামী লীগ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নের লক্ষ্যে দ্বিতীয় দিনে ৫০০জন প্রার্থী চূড়ান্ত করেছে।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয়ভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে গণভবনে ২৫০জন প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ইউপি মনোনয়ন বোর্ড।দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সময় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউপি নির্বাচনে মনোনয়ন বোর্ডের সদস্যরা।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘গত দুইদিনে ৫০০ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দলীয় সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।’

সূত্র জানায়, আজ পুনরায় রাতে গণভবনে বৈঠকে বসে প্রথম ধাপের সব ইউনিয়নের প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।

অন্যদিকে বুধবার দুপুরে সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হানিফ বলেন,  ‘২২ মার্চ প্রথমধাপে যে ৭৩৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ওইসব এলাকার মনোনয়ন নিয়ে এখন কাজ করছে আওয়ামী লীগ। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ২৫০ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আশা করছি  আজকের বৈঠকে বাকিগুলো চূড়ান্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ওইসব ইউনিয়নের প্রার্থীর নাম আগামী ২২ তারিখের মধ্যে পাঠাতে দলের দায়িত্বশীল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার বিধান করা হয়েছে। সে হিসেবে ইউনিয়ন, থানা ও জেলা হয়ে আসা সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দিবে আওয়ামী লীগ। এর আগে ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের নাম সুপারিশের জন্য জেলা কমিটিগুলোকে চিঠি দেয় আওয়ামী লীগ।

http://www.anandalokfoundation.com/