14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘‘হযরত শাহ সুফী বাঘু দেওয়ান ওলির পবিত্র মাজার শরীফ’’ ভাঙচুর, অগ্নি সংযোগ ও বৃক্ষ নিধনের প্রতিবাদ ও ক্ষতিপূরণ দাবীতে মানববন্ধন

admin
February 15, 2016 6:50 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বস্থ ‘‘হযরত শাহ সুফী বাঘু দেওয়ান ওলির পবিত্র মাজার শরীফ’’ ভাঙচুর, অগ্নি সংযোগ ও মূল্যবান বৃক্ষ নিধনের প্রতিবাদে এবং ক্ষতিপূরণের দাবীতে সোমবার বেলা ১১ টায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করা হয়েছে।

বাংলাদেশ তরিকত ঐক্য ফেডারেশনের অন্তর্গত মেহেরপুর জেলা তরিকত ঐক্য ফেডারেশনের উদ্যোগে ওই মানব বন্ধন করা হয়।

তরিকত ঐক্য ফেডারেশন মেহেরপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমানের সার্বিক পরিচালনায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, আনিছুর রহমান মাষ্টার, রায়হানুল কবির মাষ্টার, মোঃ ওমর আলী, সাজেদুল ইসলাম, মশিউর রহমান বাবু, রফিক হোসেন, ডাকু শাহ প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা ‘‘হযরত শাহ সুফী বাঘু দেওয়ান ওলির পবিত্র মাজার শরীফ’’ ভাঙচুর, অগ্নি সংযোগ ও মূল্যবান বৃক্ষ নিধনের তীব্র প্রতিবাদ জানান এবং পবিত্র মাজার শরীফ ও সাধুদের বাসস্থান পুনঃনির্মান, ৭ বিঘার জমির ফসল তছরুপাত ও মূল্যবান শতাধিক বৃক্ষ নিধনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয় এবং মাজার শরীফের পাশে মসজিদ নির্মানের জন্য ক্রয়কৃত ইট, রড, বাঁশ ও কাঠসহ লুটপাটকৃত সব মালামাল ফেরত ও ক্ষতিপূরণ দাবি করা হয়।

উল্লেখ্য গেল ৯ ফেব্রুয়ারী সকাল ৯ টার পার্শ¦বর্তী গোভীপুর গ্রামের কয়েকশত লোক ‘‘হযরত শাহ সুফী বাঘু দেওয়ান ওলির পবিত্র মাজার শরীফ’’ যান এবং ভাঙচুর, অগ্নি সংযোগ ও মূল্যবান বৃক্ষ নিধন করে ওই স্থান দখলে নেন।

এদিকে গেল ১১ ফেব্রুয়ারী গোভীপুর গ্রামবাসীর পক্ষে মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবীব ওইস্থানে গাছের চারা রোপন উদ্বোধন করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামাল, দরগাহ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উমেদীন আলী, সাধারণ সম্পাদক ডা. এম শাহজাহান শান্ত, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, মাঠ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মাসুম পারভেজ প্রমুখ।

ওই সময় অনুষ্ঠিত আলোচনায় পীর বাঘু দেওয়ান ওলি দরবার শরীফ কমিটির সাধারণ সম্পাদক ডা. এম শাহজাহান শান্ত বলেন- বাঘু দেওয়ান মৃত্যুর পর এলাকার মানুষ বলতে পারেননি তাকে কোথায় কোন স্থানে সমাধিস্থ করা হয়। কিন্ত কতিপয় মাদক সেবী ওই এলাকায় বাঘু দেওয়ানের ভূয়া কবরস্থান বানিয়ে পূজা অর্চনাসহ মাদকের আস্তানা বানিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক সেবন করত। যা যুব সমাজকে ধ্বংস করছিল। তাই গোভীপুর গ্রামবাসী মাদক সেবীদের ওই স্থান থেকে উচ্ছেদ করেছে।

http://www.anandalokfoundation.com/