× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি সেনাদের গুলিতে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জেরুজালেমে পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। রোববার ওল্ডসিটিতে এসব ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানিয়েছে, রোববার বিকেলে ওল্ডসিটির প্রবেশমুখে দামাস্কাস গেট প্লাজায় অবস্থানরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর দুই ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছুড়ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের দিকে পাল্টা গুলি ছুড়লে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি লক্ষ্য  করে দুই কিশোর পাথর ছুড়ছিল। এ সময় তাদের দিকে গুলি ছুড়লে দুজনেরই মৃত্যু হয়। তৃতীয় ঘটনাটিও ঘটেছে পশ্চিম তীরে। জেরুজালেমের কাছে একটি চেকপোস্টে এক ফিলিস্তিনি ইসরায়েলের আধা সামরিক বাহিনীর সদস্যদের প্রতি পাথর ছুড়ছিল। এসময় গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের মধ্যে তিনজন কিশোর। ইসরায়েলি বাহিনী বলছে, তাদের ওপর হামলার চেষ্টা করার সময় এসব ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

প্রসঙ্গত, গত বছর ইহুদি ও মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র বলে বিবেচিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১৭৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন ইসরায়েলি সেনা।


এ ক্যটাগরির আরো খবর..