এড. সুজন কান্তি বিশ্বাস
দুর্গম কারাগার থেকে দাও মা মুক্তি,
তুমি হলে সেই দুর্গত নাশিনী।
পাপ কালিমায় হৃদয়ে ভরে গেছে অশান্তি,
শান্তি বারি দিয়ে যাও এ মোর মিনতি।।
আগমনী সুরে আতংক যাবে দুরে,
মর্ত্যে মায়ের পুজো হচ্ছে মহাসমারোহে ।
শিউলি ফুলের গন্ধ-
মনে আজ আনন্দ।
চারদিকে আজ উৎসব ধ্বনি,
মর্ত্যে এসেছে মা, দাও আনন্দের উলুধ্বনি।
শঙ্খ, শিঙ্গা, ডাক-ঢোল, মন্দির মন্দিরে বাঁজে, ভক্তদের হৃদয় যেন খুশিতে আজ সাঁজে।
মহাবিদ্যা মহামায়া কৃপা করো এই বাসনা,
অশান্তি সব যাক দূরে, করজোড়ে প্রার্থনা।