13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

পোকা খাওয়া মন্ত্রণালয়ের মন্ত্রী কামরুল ইসলাম

admin
February 2, 2016 1:18 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে পোকা খাওয়া মন্ত্রণালয়ের মন্ত্রী বলে অভিহিত করেছেন।

মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে মামলা দেওয়া হবে, খাদ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে মামলা দেওয়া হবে। এমন কথা আপনার ‍মুখে মানায় না। আপনি তো মামলা বিভাগের (মন্ত্রণালয়ের) মন্ত্রী না, পোকা খাওয়া বিভাগের মন্ত্রী।’

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসভবনে হামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘দেশের অবস্থা ভয়াবহ। সারা পৃথিবীর মানুষ দেখছে, আপনি (প্রধানমন্ত্রী) কী করছেন। আপনি বিনাভোটে জবরদখল করে ক্ষমতায় রয়েছেন।’

তিনি বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘হৃত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলের নেতা-কর্মীদের খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জিয়ার সৈনিকদের দায়িত্ব নিতে হবে।’

শাহ মোয়জ্জেম হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনা পুলিশ বিভাগকে দলীয় অঙ্গসংগঠনে পরিণত করেছেন। আরো অনেক প্রতিষ্ঠানকে অঙ্গ সংগঠনে পরিণত করেছেন।

আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘তিনি (আইনমন্ত্রী) সংসদে দাঁড়িয়ে বলেছেন, বিচারপতি খায়রুল হকের রায় ঠিক আছে। সংবিধানে এ অধিকারটা দেওয়া আছে। তিনি আইনের লোক হয়ে কীভাবে এটা বলেন? দয়া করে, সংবিধানটা একটু দেখে নেবেন।’

জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা প্রদান ও যুদ্ধ করেননি, তিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ করার পারমিশন দিয়েছেন বলেও মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে তাকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পরিণতিই ভোগ করতে হবে বলেও উল্লেখ করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

মির্জা আব্বাস ও এম কে আনোয়ারসহ অনেককে জেলে রাখা হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা মহানগর বিএনপিতে সাদেক হোসেন খোকার অবদানের কথা কে না জানে। দুরারোগ্য রোগে তিনি আমেরিকায় চিকিৎসাধীন আছেন। তারপরও তার বিরুদ্ধে মামলার পর মামলা। তিনি যদি দেশে আসেন তার কপালেও একই পরিণতি হবে, যা মির্জা আব্বাস ও এম কে আনোয়ারের কপালে হয়েছে।’

প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাসারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

http://www.anandalokfoundation.com/