13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুইডেন ৮০ হাজার শরণার্থী ফিরিয়ে দেবে

admin
January 28, 2016 11:45 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেন ৮০ হাজার শরণার্থীকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগিম্যান এ ঘোষণা দিয়েছেন।

শরণার্থী হিসেবে বসবাসের জন্য যাদের আবেদন বাতিল হয়েছে এবং যারা ২০১৫ সালে সুইডেনে প্রবেশ করেছেন, তাদেরই বের করে দেওয়া হবে। ভাড়া করা বিমানে এসব শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ জন্য কয়েক বছর সময়ের প্রয়োজন।

আন্দ্রেস ইগিম্যান জানান, প্রাথমিকভাবে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে, এটা বেড়ে ৮০ হাজারে পৌঁছাবে। এসব শরণার্থীকে বিতাড়নের জন্য ব্যবস্থা নিতে পুলিশ ও শরণার্থীদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সরকার।

২০১৫ সালে সুইডেনে শরণার্থী হিসেবে অবস্থানের জন্য প্রায় ১ লাখ ৬৩ হাজার আবেদন জমা পড়েছে। এদের মধ্যে প্রায় ৫৫ হাজার ৮০০ আবেদন যাচাই করা হয়েছে এবং ৫৫ শতাংশ আবেদন গ্রহণ করা হয়েছে ।

http://www.anandalokfoundation.com/