13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত

Brinda Chowdhury
March 7, 2021 11:32 am
Link Copied!

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় অনেক দেশেই টিকা কার্যক্রম শুরু হয়েছে। অনেকেই করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু টিকার দুই ডোজ গ্রহণ করার পরেও করোনা আক্রান্ত হয়েছেন ভারতের এক ব্যক্তি।

শনিবার (৬ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ওই ব্যক্তি ভারতীয় গুজরাট রাজ্যের বাসিন্দা। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী।

সেখানকার স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএইচ সোলাঙ্কি ভারতীয় গণমাধ্যমকে জানান, ওই স্বাস্থ্যকর্মী গত ১৬ জানুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ নেন। এরপর তার শরীরে জ্বর আসে। পরে তার নমুনা পরীক্ষা করা হয় এবং ২০ ফেব্রুয়ারি জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি আরও বলেন, হালকা লক্ষণ থাকায় বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। সোমবার (৮ মার্চ) থেকেই তিনি কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হতে প্রায় ৪৫ দিন সময় লাগে। তাই দুই ডোজ টিকা নেয়ার পরেও অবশ্যই মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

গুজরাটে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার।

এদিকে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৭০ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৯৯ হাজার।

এ ছাড়া করোনা আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ১০ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৭৯১ জন।

http://www.anandalokfoundation.com/