× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

১৩ বছর বয়সে বিএ শ্রেণীতে ভর্তি হলেন মধ্যপ্রদেশের তনিষ্কা

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
মধ্যপ্রদেশের তনিষ্কা

ভারত প্রতিনিধিঃ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের তনিষ্কা ১৩ বছর বয়সে বিএ শ্রেণীতে ভর্তি হয়েছে। তনিষ্কা ১১ বছর বয়সে মাধ্যমিক পাস করেছে। ১২ বছর বয়সে ১২ শ্রেণী পাস করে এশিয়া বুক অফ এয়ার্ড এর সম্মান নিজের নামে করে নিয়েছে। শুধু তাই নয় চোখে কাপড় বেঁধে লেখাতেও  বেশ দক্ষ তনিষ্কা।

তনিষ্কা আগারওয়ালের বাবা কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তনিষ্কা তার মা অনুভার সাথে থাকে। উপাচার্য ও উচ্চশিক্ষা বিভাগের অনুমতির দ্বারা তনিষ্কা B.A এর সাইকোলজি বিভাগে ভর্তি হয়েছে।

তনিষ্কা বলেন, উনার বাবর স্বপ্ন ছিল যে তার মেয়ে কিছু করে দেখাক। ১১ বছর বয়সে বিশেষ অনুমতি নিয়ে মালওয়া কন্যা বিদ্যালয় থেকে প্রাইভেট ফর্ম পূরণ করে তনিষ্কা দশম ফাস্ট ক্লাস পেয়ে শ্রেণী পাস করে। এরপর দ্বাদশ শ্রেণীতেও তনিষ্কা প্রাইভেট ফর্ম পূরণ করে ফাস্ট ক্লাস পেয়ে পাশ করে।

তনিষ্কা বলেছেন যে সে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য লাগাতার কাজ করছে। তনিষ্কা বিএ এলএলবি করতে চেয়েছিল কিন্তু সে অনুমতি পায়নি। তবে সে বিএ তে এডমিশন নিয়েছে। তনিষ্কার বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..