সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন
প্রত্যেকের আলাদা আলাদা রাশির জন্য ফল ও আলাদা হয়। আজ ১লা ফেব্রুয়ারি সোমবার। দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল।
মেষঃ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় মাথা ঠাণ্ডা রাখুন। আজকের দিনে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। ভয়কে বেশি প্রাধান্য দেবেন না। ভালোবাসার সম্পর্কে আজকের দিনে ব্যাঘাত ঘটতে পারে।
বৃষভঃ আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি সেরা হতে পারেন। সকলের কথায় কান দিয়ে নিজের সমস্যার সমাধান খুঁজুন। বুঝে শুনে অর্থ ব্যয় করুন। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে পরিবাররে সঙ্গে ঘুরতে যেতে পারেন। নিকট আত্মীয়দের ব্যবহার আপনাকে কাছে দুর্বিষহ হয়ে উঠতে পারে।
মিথুনঃ বাচ্চাদের পড়াশুনার বিষয়ে মনযোগী হোন। বেকার কাজে ফাঁকা সময়টা নষ্ট হতে পারে। শখ পূরণে বেশি সময় ব্যয় করুন। ভালোবাসার মানুষের থেকে সারপ্রাইজ পেতে পারেন। বিদেশে জমি থাকলে, আজকে তা বিক্রি করলে ভালো দাম পাবেন।
কর্কটঃ পরিবারের সকলের থেকে আজকের দিনে অনেক ভালোবাসা পাবেন। বেশি খাওয়া দাওয়া না করে শরীরকে সুস্থ রাখুন। কোন কাজে আত্মীয়দের সহায়তা পাবেন। আর্থিক লেনদেনের সময় সবকিছু ভালোভাবে দেখে নেবেন।
সিংহঃ কাজের জায়গায় সবকিছু আপনার পক্ষে থাকবে। নতুন কাজে অর্থ বিনিয়োগের সময় বেশি হটকারিতা না করাই ভালো। আজ এই রাশির পড়ুয়ারা বেশিরভাগ সময়টা মোবাইল নিয়ে মেতে থাকবেন। দূরের আত্মীয়র থেকে পাওয়া সংবাদে গোটা পরিবারে খুশি ছড়িয়ে পড়বে।
কন্যাঃ ঘরের কোন বিষয় পরিবর্তনের আগে সকলের থেকে সম্মতি নিন। স্ত্রীর মেজাজ ভালো থাকলে, পরিবারে খুশির মুহূর্ত বজায় থাকবে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনি সেরা হতে পারেন। অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় না করাই মঙ্গল।
তুলাঃ জিনিসপত্র ঘরে গুছিয়ে না রাখলে স্ত্রীর সঙ্গে সমস্যা হতে পারে। কোন বিষয়ে স্ত্রীর থেকে আপনি অনুপ্রাণিত হতে পারেন। আজকের দিনে বেশি মানুষের সান্নিধ্য আপনার পছন্দ হবে না। ঘরের প্রয়োজনের জিনিস কিনতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
বৃশ্চিকঃ সবকিছুর থেকে দূরে গিয়ে আজকে আপনি কোন আধ্যাত্মিক কর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের দিনে শরীরের যত্ন নিতে হবে। অতীতে করা বিনিয়োগ থেকে লাভদায়ী ফল পাবেন। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন।
ধনুঃ নিজের কাজের পাশাপাশি বাচ্চাদের দেখভালও করতে হবে। জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে গুরুজনদের পরামর্শ নিন। আজকের দিনে বন্ধুর থেকে প্রশংসা পেতে পারেন। জীবনে অর্থের গুরুত্ব বুঝতে শিখুন। বাচ্চাদের কারণে সারাটা দিন ঘরে আনন্দের পরিবেশ ছড়িয়ে থাকবে।
মকরঃ পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হলেও মেজাজ হারাবেন না। শরীর সুস্থ রাখতে হাঁটাচলা করুন। অর্থের গুরুত্ব বুঝে তা সঞ্চয় করতে শিখুন। সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। টাকা রোজগারের নতুন পথ খুঁজুন।
কুম্ভঃ বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। খেলাধূলায় অংশ নিয়ে নিজের শক্তি সঞ্চয় করুন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজকের দিনে। অর্থ বিনাকারণে ব্যয় না করে সঞ্চয় করুন, কাজে দেবে।
মীনঃ নতুন কোন কাজ শুরু করার আগে ভালো ভাবে ভেবে নেবেন। আজকের দিনে ব্যক্তিগত সমস্যার কারণে মনের শান্তি নষ্ট হবে। কাজ ফেলে না রেখে দ্রুত সেই সমস্যার সমাধান করুন। নিমন্ত্রিত অতিথির আগমনে সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে।
Leave a Reply