× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

পৌরসভা নির্বাচন নন্দীগ্রাম উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

আজ শনিবার ০১/৩১/২০২১, উৎসবমুখর পরিবেশে  শুরু হয়েছে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত । তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি ভোট কেন্দ্রের ৪৫ টি বুথে ব্যালট পেপাররের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৫ হাজার ৯৭৩ জন ভােটার, যার মধ্য রয়েছে  ৭ হাজার ৬৪৪ জন পুরুষ ভোটার এবং ৮ হাজার ৩২৯ জন মহিলা ভোটার।
১৫ হাজার ভোটারের এ পৌরসভায় প্রতিদ্বন্দ্বীতা করবেন মেয়র পদে ৩ জন , কাউন্সিলর পদে ২৭ জন  এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন পদপ্রার্থী।
মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান, বিএনপি মনােনীত  প্রার্থী সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত এবং স্বতন্ত্র প্রার্থী  হয়ে ভােটে অংশগ্রহণ করবেন বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম জানান, ঘন-কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকবে আশারাখি ।


এ ক্যটাগরির আরো খবর..