13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নিতে সম্মত ইতালি -পররাষ্ট্রমন্ত্রী

Rai Kishori
October 12, 2020 11:16 pm
Link Copied!

বৈধ পথে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইতালি সরকার। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

আজ সোমবার (১২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে ফেরত না আসার কারণে ইতালি সরকার এর আগে এ সুবিধা প্রত্যাহার করে নেয়। এ কারণে ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দিয়েছিল ইতালি।

বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির আওতায় প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে যান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসেন ১০০ এর কম শ্রমিক।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছর রোম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাংলাদেশকে এই সুযোগ দিল ইতালি সরকার।

http://www.anandalokfoundation.com/