চীনের জনসংখ্যা ১৪২ কোটি কিন্তু গত শনিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ২০ জন। অবাক হলেও এটাই সত্যি, চীন সরকারের কঠোর পদক্ষেপেই এটা সম্ভব হয়েছে।
সরকারের কঠোর পদক্ষেপে মহামারী নিয়ন্ত্রন করেছে চীন, ১৪২ কোটি জনসংখ্যার দেশে এটা প্রশংসনীয় ।চীনের মূল ভূখণ্ডে শনিবার নতুন করে ২০ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তবে হুবেই প্রদেশে মৃত্যু হয়েছে ১০ জনের।
ফ্রান্সে এখন পর্যন্ত মারা গেছে ৯১ জন। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০০। ইতালিতে গত সোমবার থেকে লকডাউন চলছে। দেশটিতে শনিবার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৭ জন। চীনের পর দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ২১ হাজার ১৫৭ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬০ জনের। ইরানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার, মারা গেছেন ৭২৪ জন। জাপানে আক্রান্তের সংখ্যা ৭৮০ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে মুসলিমদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।