14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৬৫ একর জমির উপর ৩০০ কোটি টাকা ব্যায়ে বৃন্দাবনে তৈরী হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির

Ovi Pandey
February 24, 2020 11:35 am
Link Copied!

দি নিউজ ডেস্কঃ ৬৫ একর জমির উপর প্রায় ৩০০ কোটি টাকা ব্যায়ে বৃন্দাবনে তৈরী হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় স্থাপনা। ৫০০০ বছর আগের মথুরার পরিবেশ ফিরিয়ে আনতে মূল মন্দিরের চার পাশে তৈরী করা হচ্ছে বনভূমি এবং সাথে নদী।‌ বনভূমি তে হরিণ ,ময়ূরের মতো বিভিন্ন প্রানী থাকবে।
বৃন্দাবনে তৈরী হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় স্থাপনা “বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির“। ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দির স্থাপনার মূলে রয়েছে ‘ইস্কন ব‍্যাঙ্গালুরু’। ৬৫ একর জমির মূল মন্দির প্রাঙ্গনের ওপর সাড়ে পাঁচ একর জমির ওপর মূল মন্দির তৈরী হচ্ছে।মন্দিরটি উচ্চতায় ৭০০ ফুট বা ৭০ তলা ভবন এর সমান হবে।মন্দির তৈরীতে মোট খরচ প্রায় ৩০০ কোটি টাকা বা ৪২ মিলিয়ন ডলার।

মন্দিরের মূল ভাবনা রাখা হয়েছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে মথুরায় অবর্তীন হ‌ওয়ার কথা চিন্তা করে।আর তাই ৫০০০ বছর আগের মথুরার পরিবেশ ফিরিয়ে আনতে মূল মন্দিরের চার পাশে তৈরী করা হচ্ছে বনভূমি এবং সাথে নদী।‌ বনভূমি তে হরিণ ,ময়ূরের মতো বিভিন্ন প্রানী থাকবে।

মন্দির প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাচীন ভারতীয় বেদ চর্চাকে। আর তাই এখানে গঠন হবে বেদচর্চা কেন্দ্র। মন্দির চত্বরে সর্বত্র শ্রীমদ্ভগবদ্গীতায় দেওয়া শ্রীকৃষ্ণের বানী উচ্চারিত হতে থাকবে। তাছাড়া মন্দির চত্বরের বাইরে দর্শনার্থীদের জন‍্য তৈরী হবে অত‍্যাধুনিক হোটেল এবং বাসভবন।মন্দির চত্বরে থাকবে পরিকল্পিত রাস্তা ও ফ্লাইওভার এবং গাড়ি পার্কিং এর স্থান।শিশুদের জন‍্য থাকবে খেলার জায়গা। নদীতে থাকবে বোটিং এর ব‍্যাবস্থা। আগামী কয়েক বছরের মধ্যে মন্দির তৈরীর কাজ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/