× Banner
সর্বশেষ
সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য শারদীয় দুর্গাপূজার সূচনায় মহালয়া আজ

নিজের প্রাণ দিয়ে সাপের মুখ থেকে মালিককে বাঁচালো গর্ভবতী কুকুর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিজের জীবন বলি দিয়ে প্রমাণ দিল কুকুর হল মানুষের সবচেয়ে বিশ্বস্থ প্রভুভক্ত প্রানী। দুই বছর বয়সী কুকুর, নাম পিটবুল নং হর্ম। বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মুখ থেকে তার মালিককে বাঁচাতে নির্ভয়ে এগিয়ে যায় সে।

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল থাইল্যান্ডের পাথুম থানি অঞ্চলে। জানা গেছে, নং হর্ম গর্ভবতী ছিল। তার পেটে ১০টি ছানা ছিল। তার মালিক বুনচার্ড পাপ্রোম তার ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নং হর্মের চোয়ালে অনেকগুলো সাপের ছোবলের দাগ। নং হর্ম শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল এটাই তার প্রমাণ।

বুনচার্ড জানান, সাপের মুখ থেকে আমাকে আর আমার সন্তানকে রক্ষা করেছে নং হর্ম। তার কাছে আমি চির ঋণী থেকে গেলাম। সে নিজের জীবন দিয়ে সাপটিকে মেরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

কোবরা সাপকে বিষধর সাপের রাজা বলা হয়ে থাকে। এরা যে পরিমাণ বিষ থলিতে জমা রাখে তাতে মানুষ তো মারা যায়-ই, পূর্ণ বয়স্ক একটি হাতিরও মৃত্যু হয় মাত্র তিন ঘণ্টার মধ্যে।

প্রায় চার বার বিষাক্ত কোবরা ছোবল মারে তার গায়ে। তবু প্রাণ থাকা পর্যন্ত সে লড়াই করে যায় সাপটির সঙ্গে। তারপরই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..