13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন মোদি

admin
December 26, 2015 10:48 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: সফর শেষ করে দিল্লি ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে দিল্লি বিমানবন্দরে পৌঁছেন তিনি। তবে মোদির আকস্মিক এ সফরকে কূটনৈতিক তামাশা বলল কংগ্রেস।

রাশিয়া হয়ে আফগানিস্তান, সর্বশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে লম্বা এ সফর শেষ করলেন মোদি। আজ আফগানিস্তানের পার্লামেন্টে যৌধ অধিবেশনে ভাষণ দেন ভারতের এই প্রধানমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে পুনর্গঠনে আর্থিক ও জনবল দিয়ে সহায়তা করছে ভারত। আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবনটিও ভারতের টাকায় নির্মিত। আজ আফগান পার্লামেন্টে যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার ৬৬তম জন্মদিনে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। এরপর এক টুইটার বার্তায় দিল্লি যাওয়ার পথে লাহোরে নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাতের আকস্মিক ঘোষণা দেন।

সন্ধ্যা নাগাদ তিনি লাহোর বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পরে ৬টা ৫০ মিনিটে নওয়াজ শরীফের নিজের বাড়িতে মোদিকে নিয়ে যান। এ দুই নেতার মধ্যে একান্তে কিছু আলাপ-আলোচনা হয়। এর কয়েক মিনিট পর নওয়াজের বাসভবন থেকে বের হয়ে বিমানবন্দরে যান। ৭টা ২৩ মিনিটে লাহোর বিমানবন্দর ত্যাগ করে ৮টা ৩৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান।

ভারতের শিক্ষামন্ত্রী বিকাশ স্বরূপ এক টুইটার বার্তায় বলেছেন, কাবুলে নাস্তা, লাহোরে চা ও দিল্লিতে রাতের খাবার! ভারতের কূটনৈতি ইতিহাসে প্রধানমন্ত্রী মোদির এক অনন্য দিন।

মোদি-নওয়াজ বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজাদ আহমেদ চৌধুরী বলেন, ‘খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের যোগাযোগের ক্ষেত্রে আরো কাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি হোক- তা নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে। দুজনের সাক্ষাৎ ছিল খুবই আন্তরিক ও উষ্ণ। দুই দেশের অমীমাংসিত সব বিষয় নিয়েও হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। আগামী জানুয়ারিতে দুই দেশের মধ্যকার রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লাহোরে প্রধানমন্ত্রী আকস্মিক সফরের বিষয়ে বলেন, ‘আমি মনে করছি, প্রধানমন্ত্রী মোদির এটি প্রথম পদক্ষেপ। এটি একটি অভিনব কূটনীতি। এর আগে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী লাহোরে বাসযাত্রা করে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, বন্ধুত্ব পরিবর্তন হতে পারে, কিন্তু প্রতিবেশি কখনো পরিবর্তন হয় না। আমাদের উচিত প্রতিবেশির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা।’

তবে কংগ্রেস মোদির এই আকস্মিক লাহোর সফর নিয়ে সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেছেন, খবরের শিরোনাম হওয়াটা মোদির অভ্যাস। কূটনীতি একটি গুরুত্বপূর্ণ ও পরিণত বিষয়। এটি কোনো তামাশার বিষয় নয়। আর এটা কেবল খবরের জন্যই না, জাতির আগ্রকে অন্যদিকে সরিয়ে নিতেই মোদি এমন কা- করেছেন। লোকসভায় তার দলের সব সদস্য পাকিস্তানে আক্রমণের কথা বলেন। ১৮-১৯ মাস ধরেই দেখছি, কখনো তারা বলছে পাকিস্তানের সঙ্গে সংলাপ হবে; আবার কখনো বলছে না।’

তথসূত্র : এনডিটিভি অনলাইন।

http://www.anandalokfoundation.com/