13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া শান্তি পরিকল্পনায় একমত রাশিয়া-কাতার

admin
December 26, 2015 10:45 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: অনুঘটক হিসেবে কাজ করতে একমত হয়েছে রাশিয়া ও কাতার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং বাশার আল আসাদের সঙ্গে শান্তি আলোচনার জন্য। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

গতকাল মস্কোতে অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল আতিয়াহ ও সেরগেই লাভরভ সাংবাদিকের এক যৌথ ঘোষণায় বলেন, ‘সিরিয়ায় স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে শান্তি প্রক্রিয়া ও চুক্তি বাস্তবায়নের প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।’

সিরিয়ার সরকার বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা ও দেশটির গৃহযুদ্ধ বন্ধে একটি পথনকশা গত সপ্তাহে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়। সিরিয়া নিয়ে পরস্পরবিরোধী দুই বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি আলোচনার ব্যাপারে একমত হয়। এরই অংশ হিসেবে জানুয়ারিতে জেনেভা শান্তি আলোচনা ও দুই পক্ষের মধ্যে অস্ত্র বিরতি চুক্তির অনুমোদন হয়। এর আগে কাতার বলে আসছিল বাশারকে ক্ষমতায় রেখে কোনো শান্তি আলোচনা হতে পারে না। কিন্তু রাশিয়া বাশারের পক্ষেই তাদের অবস্থান জানিয়ে দেয়। এখন আলোচনার জন্য এই দুই দেশের একমত হওয়া শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা শেষে যদিও সাংবাদিকদের সেরগেই লাভরভ বলেছেন, আসাদের ভবিষ্যত কী হবে, তা সিরিয়ান জনগণই সিদ্ধান্ত নেবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একমত হয়েছি যে, সিরিয়ায় চলমান যুদ্ধে কোনো পক্ষই লাভবান হবে না। এ বিষয়ে কোনো সমাধানে বিলম্ব হলে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে সিরিয়ার জনগণ। তা ছাড়া কোনো দলই এর বাইরে থাকবে না।’

তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।

http://www.anandalokfoundation.com/