মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
কবিতা
—চলুক যুদ্ধ–
বকুল হক
চলতে থাক যুদ্ধ, অবিরাম যুদ্ধ, শানিত তরবারির আঘাতে শত্রুনিধনে ঝরতে থাক কালো রক্ত।
আঘাতের চিহ্ন চিরে ফালাফালা হোক, সাদা কাগজের পোশাক ভিজে যাক রক্তে।
বৃষ্টিহীন দুর্দান্ত ঝড়ে লন্ডভন্ড হোক, উড়ে যাক
জমে থাকা আবর্জনার স্তুপ। রক্ত পঁচে পঁচে
দেহের ভীতর অদৃশ্য ক্যানসারের কান্নায়
যদি পরিশোধিত হয় ঔষধ।
নইলে বারবার কেঁপে কেঁপে উঠুক তোমার তরবারিতে
ঝরা রক্ত, চমকে সংঘটিত হোক দুরাচারের
মৃত্যু নিশ্চিত বজ্রপাত।
ভয়ঙ্কর ভুমীকম্পে ফাটল ধরুক কুৎসিত কদাকার
পাপের দেহ ছাউনিতে।
চলুক যুদ্ধ চালিয়ে যাও প্রতিবার অনুরুদ্ধ।
প্রতিটি দাড়ি, কমা, বিরামচিহ্নে সৃষ্টি হোক
আনবিক শক্তি, নিশ্চিত নিরাময়ের প্রশান্তিতে
গোপনে আনন্দে কাঁদতে থাকুক অগ্নিঝরা কলম।
এ ক্যটাগরির আরো খবর..