× Banner
সর্বশেষ
আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু

সাপ ব্যাঙ নয়, চীনের জীবাণু অস্ত্র গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ সাপ ব্যাঙ কিংবা বাদুর নয়, চীনের গোপন জীবাণু অস্ত্র গবেষণা কার্যক্রম ল্যাবরেটরি উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মত দিয়েছেন জীবাণু অস্ত্র বিশারদ ড্যানি শোহাম।

দ্রুত গতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। চীনের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। অনেকে বলছেন, ভাইরাসটি এসেছে সাপ কিংবা বাদুড় থেকে। তবে এবার নতুন এক দাবি তুলেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ও জীবাণু অস্ত্র বিশারদ ড্যানি শোহাম। চীনের গোপন অস্ত্র গবেষণাগার থেকেই রহস্যময় করোনা ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন এই ইসরায়েলি জীবাণু অস্ত্র বিশারদ

রবিবার  দ্য ওয়াশিংটন টাইমসকে তিনি জানিয়েছেন, উহানে চীনের গোপন জীবাণু অস্ত্র গবেষণা কার্যক্রমের ল্যাবরেটরি (Wuhan Institute of Virology (WIV) of the Chinese Academy of Sciences (CAS) রয়েছে। সেখান থেকেই করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে থাকতে পারে।

ড্যানি শোহাম মাইক্রোবায়োলজিতে পিএইচডি করেছেন। ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনীর হয়ে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে জীবাণু ও রাসায়নিক অস্ত্র এবং সমরনীতি নিয়ে কাজ করেছেন তিনি। শোহাম মনে করেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির আড়ালেই জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছে চীন। অবশ্য জীবাণু অস্ত্র নিয়ে গোপনে গবেষণা চালানোর ব্যাপারটি চীন বরাবরই অস্বীকার করে আসছে।

১৯৮৫ সালে জীবাণু অস্ত্র কনভেনশনে (বিডব্লিউসি) যোগ দেয়ার পর চীন এ সংক্রান্ত যে ৮টি গবেষণাগার বানিয়েছিল উহানের এ ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রডাক্টস তার একটি। ১৯৯৩ সালে চীন তাদের এ স্থাপনার কথা ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..