13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের ১০০নং কুর্শি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান

Ovi Pandey
January 13, 2020 8:26 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শির ১০০নং কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃস্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ  বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সায়েস্তা মিয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক মেম্বার হায়দার আলী রাজু’র সভাপতিত্বে ও শিক্ষক কয়েছুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শফিক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির আহমদ ফিরুজ।

বক্তব্য রাখেন, প্রবাসী পরিষদ কুর্শির অন্যতম সদস্য, দুবাই প্রবাসী মো. বিলাল আহমদ, দক্ষিণ কুর্শি স্কুলের প্রধান শিক্ষক শফিকুর রহমান, শিক্ষক মোশাররফ হোসেন, কুর্শি-ইসলামপুর মাদ্রাসার শিক্ষক কয়েছ আহমদ, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ছালিক মিলন তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যা স্বপ্না বেগম, ব্যবসায়ি সাহেল মিয়া, শিক্ষক বাহার উদ্দিন ও শিক্ষিকা সালমা বেগম।

এসময় স্থানীয় আব্দুস ছমাদ, আব্দুর রহিম, ময়না মিয়া, সুনু মিয়া, আইয়ুব আলী, ফারুক আহমদ, আজাদ মিয়া, মুজিবুর রহমান, এমরান আহমদ, রাসেল আহমদ, নিজাম উদ্দিন, মো. আল আমিনসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সভাশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

http://www.anandalokfoundation.com/